রবিবার, ২৩ নভেম্বর ২০২৫

আল্লাহর আইন প্রতিষ্ঠায় ওলামাদের ঐক্যবদ্ধের আহ্বান ড. আজাদের

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ২০ সেপ্টেম্বর ২০২৫, ০৯:২০

বাংলাদেশ জামায়াতে ইসলামীর এসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি, মহেশখালী-কুতুবদিয়া আসনে মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ড. এ. এইচ. এম. হামিদুর রহমান আজাদ বলেছেন, আল্লাহর আইন ও সৎ লোকের শাসন প্রতিষ্ঠায় ওলামা-মাশায়েখদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। ছোটখাটো মতপার্থক্য ভুলে গিয়ে সবাইকে এক হয়ে দ্বীনের জন্য ত্যাগ ও কুরবানী দিতে হবে।

শনিবার চট্টগ্রামস্থ মহেশখালী-কুতুবদিয়ার ওলামা মাশায়েখ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। তিনি বলেন, অতীতেও আলেম সমাজ দেশের উন্নয়ন ও ন্যায় প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন, ভবিষ্যতেও তাদেরকেই অগ্রণী ভূমিকা রাখতে হবে।

চট্টগ্রাম দেওয়ান বাজারস্থ বাংলাদেশ ইসলামিক একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত এই সমাবেশে সভাপতিত্ব করেন কুতুব শরীফ দরবারের প্রধান শাহজাদা ও দারুল উলুম মাদ্রাসার মুহাদ্দিস মাওলানা মনিরুল মন্নান।

সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বায়তুল মোকাররম জামে মসজিদের সিনিয়র পেশ ইমাম মাওলানা মহিবুল্লাহিল বাকি আল মাদানী, জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও চট্টগ্রাম মহানগরীর ভারপ্রাপ্ত আমীর মুহাম্মদ নজরুল ইসলাম, এসিস্ট্যান্ট সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা খাইরুল বাশার ও মুহাম্মদ উল্লাহসহ রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিবর্গ।

ভিডিও