রবিবার, ২৩ নভেম্বর ২০২৫

আকবরশাহ থানায় জামায়াতের ইউনিট দায়িত্বশীল সম্মেলন

‘সংস্কার, বিচার ও সঠিক নির্বাচনই কাঙ্ক্ষিত ভবিষ্যতের শর্ত’

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ২০ সেপ্টেম্বর ২০২৫, ০৯:১৬

আকবরশাহ থানা জামায়াতের উদ্যোগে আয়োজিত ইউনিট দায়িত্বশীল সম্মেলনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ শাহজাহান বলেছেন, দেশের কাঙ্ক্ষিত ভবিষ্যৎ গড়ে তুলতে সংস্কার, সুষ্ঠু বিচার এবং সঠিক ও নিরপেক্ষ নির্বাচন সমানভাবে জরুরি। জনগণের আকাঙ্ক্ষা পূরণ ও গণতন্ত্র প্রতিষ্ঠায় রাজনৈতিকভাবে সচেতন, নীতিনিষ্ঠ ও দায়িত্বশীল নেতৃত্বের বিকল্প নেই।

তিনি বলেন, জাতি ৫৩ বছরের দুর্দশা থেকে মুক্তি চায়। শুধু ক্ষমতার পালাবদল নয়, জনগণ সন্ত্রাস, চাঁদাবাজি ও দুর্নীতিমুক্ত একটি কল্যাণ রাষ্ট্র প্রত্যাশা করে। জনগণের রায়ে ক্ষমতায় যেতে পারলে জামায়াত ইসলামী সেই প্রত্যাশা পূরণে প্রতিশ্রুতিবদ্ধ।

তিনি আরও উল্লেখ করেন, ‘পিআর পদ্ধতিতে নির্বাচন, জুলাই সনদের আইনি ভিত্তি, লেভেল প্লেয়িং ফিল্ড এবং ফ্যাসিস্টের বিচার ছাড়া বাংলাদেশে কোনো গ্রহণযোগ্য নির্বাচন হতে পারে না।’

তিনি দাবি করেন, তিনশ আসনে প্রার্থী ঘোষণা করে জামায়াত আগেই নির্বাচনী কার্যক্রম শুরু করেছে, অথচ অন্য রাজনৈতিক দলগুলো দৃশ্যমান প্রস্তুতি নেয়নি। তাই যারা সংস্কার ও পিআর নির্বাচনের বিরোধিতা করছে তারাই মূলত ফেব্রুয়ারির নির্বাচন পিছিয়ে দিতে চায়।

সম্মেলনে সভাপতিত্ব করেন আকবরশাহ থানা জামায়াতের আমীর অধ্যক্ষ আবদুল হান্নান চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-৪ আসনের জামায়াত মনোনীত প্রার্থী আনোয়ার সিদ্দিক চৌধুরী, ১০ নম্বর ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী ডা. শাহাদাত হোসেন এবং ৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী মো. ইউসুফ চৌধুরী।

এছাড়া থানা সেক্রেটারি মাওলানা রেজাউল করিম, এসিস্ট্যান্ট সেক্রেটারি কাজী আফসার উদ্দিন শাহীনসহ স্থানীয় দায়িত্বশীল নেতৃবৃন্দ সম্মেলনে উপস্থিত ছিলেন।

ভিডিও