রবিবার, ২৩ নভেম্বর ২০২৫

রাজনৈতিক সরকার না হলে ‘অস্থিতিশীলতা কাটবে না’: খসরু

প্রকাশ : ১৮ সেপ্টেম্বর ২০২৫, ০৫:২৮

রাজনৈতিক সরকার না আসা পর্যন্ত ‘অস্থিতিশীল অবস্থা কাটবে না’ বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

বৃহস্পতিবার দুপুরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমরা দেশে একটা স্থিতিশীল অবস্থা চাই, দেশের মানুষ তো একটা স্থিতিশীলতা…বাংলাদেশটাকে তো আস্তে-ধীরে তো একটা গণতান্ত্রিক ধারায় ফিরিয়ে নিয়ে, একটা স্থিতিশীল অবস্থার মাধ্যমে সকলের জীবন যাতে নিরাপদ থাকে, এটা চায়।’

ঢাকার হাতিরঝিলে ‘মহানগর প্রজেক্টের’ বাসায় গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরকে দেখতে যান আমীর খসরু। তিনি তার চিকিৎসার খোঁজ-খবর নেন। পরে সাংবাদিকদের সাথে কথা বলেন খসরু। তিনি বলেন, উন্নত চিকিৎসার জন্য নূর সিঙ্গাপুরে যাচ্ছেন।

গত ২৯ আগস্ট রাতে বিজয়নগরে জাতীয় পার্টির নেতা-কর্মীদের সঙ্গে গণঅধিকার পরিষদের নেতা-কর্মীদের সংঘর্ষ হয়। পরে দুই পক্ষকে ছত্রভঙ্গ করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হস্তক্ষেপ করে। এ সময় নুর এবং দলের সাধারণ সম্পাদক রাশেদ খানসহ অন্তত ৫০ জন আহত হন।

গুরুতর আহত হওয়ায় নুরকে প্রথমে ইসলামী ব্যাংক হাসপাতালে এবং পরে চিকিৎসকদের পরামর্শে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের স্থানান্তর করা হয়। ১৮ দিন ঢাকা মেডিকেল কলেজে চিকিতসার সোমবার বাসায় ফেরেন নুর।

ভিডিও