রবিবার, ২৩ নভেম্বর ২০২৫

কলেজে শরীফার ভর্তির দায়িত্ব নিলেন সাঈদ আল নোমান

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ১৩ সেপ্টেম্বর ২০২৫, ০৭:২৮

আর্থিক অসচ্ছলতার কারণে পড়াশোনা প্রায় অনিশ্চিত হয়ে পড়া হালিশহর থানা মৎস্যজীবী দলের নেতা আব্দুর রশিদের মেয়ে শরীফা খানমকে চট্টগ্রাম সরকারি সিটি কলেজে ভর্তি করিয়ে দিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী পাট শ্রমিক দলের কেন্দ্রীয় সভাপতি ও বিএনপি নেতা সাঈদ আল নোমান।

শরীফা খানম ব্যবসায়িক শিক্ষা বিভাগে এইচএসসি প্রথম বর্ষে ভর্তি হওয়ার সুযোগ পেলেও অর্থ সংকটে পড়াশোনা চালিয়ে যাওয়া নিয়ে দুশ্চিন্তায় ছিলেন। বিষয়টি জানার পর সাঈদ আল নোমান তাৎক্ষণিক উদ্যোগ নেন। তিনি শরীফার অভিভাবকের সঙ্গে কথা বলে ভর্তি নিশ্চিত করার পাশাপাশি বই ও কলেজ ইউনিফর্মের জন্য আর্থিক সহায়তাও প্রদান করেন।

সাঈদ আল নোমান বলেন, ‘বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শিক্ষাঙ্গনে পিছিয়ে থাকা নারীদের এগিয়ে নিতে কাজ করে যাচ্ছেন। অর্থকষ্ট বা সামাজিক প্রতিবন্ধকতার কারণে কোনো শিক্ষার্থী যেন পড়াশোনা থেকে পিছিয়ে না যায়— আমরা সে লক্ষ্যেই কাজ করছি। আমি নিজেও দীর্ঘদিন ধরে শিক্ষাক্ষেত্রে কাজ করছি। তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের অংশ হিসেবেই এই সহযোগিতা।’

ভিডিও