রবিবার, ২৩ নভেম্বর ২০২৫

চন্দনপুরায় নির্বাচনী উঠান বৈঠক

‘দাঁড়িপাল্লায় ভোট দিয়ে ফজলুল হককে বিজয়ী করুন’

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ১১ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৩০

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও চট্টগ্রাম মহানগরীর এসিস্ট্যান্ট সেক্রেটারি ফয়সাল মুহাম্মদ ইউনুস বলেছেন, ‘চট্টগ্রাম-৯ আসনে জামায়াতে ইসলামী মনোনীত দাঁড়িপাল্লার প্রার্থী ডা. এ কে এম ফজলুল হক একজন নিবেদিত প্রাণ সমাজকর্মী। আগামী জাতীয় সংসদ নির্বাচনে দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিয়ে তাঁকে বিজয়ী করতে হবে।’

বুধবার রাতে চন্দনপুরা এলাকায় চট্টগ্রাম-৯ আসনে ডা. ফজলুল হকের সমর্থনে আয়োজিত উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বৈঠকে আরও বক্তব্য রাখেন চকবাজার থানা নায়েবে আমির আব্দুল হান্নান, এসিস্ট্যান্ট সেক্রেটারি মুহাম্মদ শহিদুল্লাহ, কর্মপরিষদ সদস্য মোহাম্মদ ইলিয়াছ, এরশাদুল ইসলাম, মাওলানা খালেদ জামাল, জামায়াত নেতা নুর হোসেন, হাফেজ মাওলানা আবু তৈয়ব ও হাফেজ ফিরোজ সিদ্দিক প্রমুখ।

ভিডিও