চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) রেলস্টেশনে শিক্ষার্থীদের দ্বারা পরিচালিত ‘নোঙর ও স্ট্যাশন জ্যাম’ নামক দুটি দোকানে আগুন লাগার ঘটনা ঘটেছে। আজ থেকে চালু হওয়ার কথা ছিল একটি দোকান, এর আগেই লাগে আগুন দোকানটিতে।
শনিবার (৯ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে দোকান দুটিতে আগুন লাগার ঘটনা ঘটে। স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।
বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের উৎপত্তি বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে শিক্ষার্থীরা বলছে বিষয়টি পরিকল্পিত হতে পারে। এ নিয়ে তদন্ত হওয়া দরকার।
জানা যায়, দোকান দুটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দ্বারাই পরিচালিত। বেশ কিছুদিন ধরে একটি দোকান বন্ধ ছিলো। আজ থেকে আবারও চালু হওয়ার কথা ছিল। চালুর ঘোষণা দেয়ার কয়েক ঘণ্টার ব্যবধানেই দোকানটিতে আগুন লাগে।