চট্টগ্রাম কক্সবাজার স্পেশাল ট্রেন চলাচল অব্যাহত  রাখাসহ ট্রেনের সংখ্যা  বাড়ানোর ঘোষণা রেল সচিবের 

রেলপথ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মোহাম্মদ হুমায়ূন কবীর বলেছেন, রেল যোগাযোগ সম্প্রসারণে ভারতের সাথে যে যুগান্তকারী  সমঝোতা স্মারক সাক্ষর হয়েছে এর মাধ্যমে নেপাল এবং ভূটানের সাথে বাণিজ্যিক সম্ভাবনার একটি নতুন দিগন্ত উন্মোচিত হবে। অপরদিকে চট্টগ্রাম বাসীর প্রাণের দাবী কালুরঘাট রেল সেতু নির্মাণে কোরিয়ান এক্সিম ব্যাংকের সাথে চুক্তি করা হয়েছে, চলতি বছরই আলোচিত এই সেতুর নির্মাণ কাজ শুরু হবে,  সে সাথে চট্টগ্রাম কক্সবাজার বাসীর দাবীর প্রেক্ষিতে চট্টগ্রাম কক্সবাজার স্পেশাল ট্রেনটি অব্যাহত ভাবে চালু রাখা সহ উক্ত রুটে ট্রেনের সংখ্যা আরো বাড়ানোর ঘোষণা দেন তিনি।
রেল সচিব আজ বিকেলে চট্টগ্রাম কেন্দ্রীয় রেল ভবনে অংশীজনদের সাথে মতবিনিময় সভায় আমরা এসব দাবীর বিষয়ে তুলে ধরলে  তিনি  তাঁর সিদ্ধান্তের কথা জানান।  সেসময় স্পেশাল ট্রেন চালু সহ উক্ত রুটে ট্রেনের সংখ্যা বাড়াতে রেল সচিব ও রেল মন্ত্রীর বরাবর স্মারক লিপি আমরা হস্তান্তর করেছি।
 সেসময়  রেলওয়ের মহা ব্যবস্থাপক পূর্ব মোহাম্মদ নাজমুল ইসলাম, চীফ অপারেন্টিং  সুপারেন্টেন শহীদুল ইসলাম, চীফ কমার্শিাল ম্যানেজার পূর্ব মাহাবুবর রহমান, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সারওয়ার কামাল দুল, প্রেস ক্লাবের সিনিয়র সহ সভাপতি চৌধুরী ফরিদ,  নারী নেত্রী  মিসেস  কাবেরী,  মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড কাউন্সিলের কেন্দ্রীয় সহ সভাপতি জসীম উদ্দিন চৌধুরী সহ  অনেকেই উপস্থিত ছিলেন।