৭ কোটি টাকা মূল ঋণ ২০১৬ সালে গ্রহণ করে ২বার পুনঃতফশিল হয়ন বন্ধকী সম্পত্তি না থাকায়
সাউথ বাংলা এগ্রিকালচার ব্যাংক লিমিটেড এর ঋণ খেলাপী মামলায় সাবেক মেয়র মাহমুদুল ইসলাম চৌধুরী কে ৩০ দিনের মধ্যে ৯ কোটি টাকা পরিশোধ করার নির্দেশ প্রদান করেছেন অর্থঋণ আদালত।
আদেশ নং-১২, তারিখঃ ২৭/৩/২৪ ইং।
চট্টগ্রাম অর্থঋণ আদালতের বেঞ্চ সহকারী মো. রেজাউল করিম এই তথ্য নিশ্চিত করেছেন।
আদালত সুত্রে জানা যায় ,সাউথ বাংলা এগ্রিকালচার এন্ড কমার্স ব্যাংক লিমিটেড আগ্রাবাদ শাখার নথি পর্যালোচনায় দেখা যায় বাদী ব্যাংক বিবাদী পক্ষ হতে বিগত ৩১/১০/২০২২ ইং তারিখ পর্যন্ত ৯,৩৪,৪৫,২২৯/০৭ (নয় কোটি চৌত্রিশ লক্ষ পঁয়তাল্লিশ হাজার দুইশত ঊনত্রিশ টাকা সাত পয়সা) টাকা পাওনা আছে। অত্র মামলায় বিবাদী পক্ষের বিরুদ্ধে একতরফা সূত্রে খরচা সহ ৯,৩৪,৪৫,২২৯/০৭ (নয় কোটি চৌত্রিশ লক্ষ পঁয়তাল্লিশ হাজার দুইশত ঊনত্রিশ টাকা সাত পয়সা) টাকার ডিক্রী হলো। বিবাদীগণকে অদ্য হতে ৩০ (ত্রিশ) দিনের মধ্যে ডিক্রীকৃত টাকা বাদী ব্যাংকের অনুকূলে পরিশোধ করার নির্দেশ দেয়া গেল। ব্যর্থতায় আদায় কালতক অর্থঋণ আদালত আইন, ২০০৩ এর ৫০(২) ধারা অনুযায়ী সুদ সহ বাদী পক্ষ আইনগত পদ্ধতিতে ডিক্রীকৃত টাকা বিবাদীপক্ষ হতে আদায় করতে পারবে।