তিনদিন ব্যাপী ডায়াবেটিক মেলা কাল বুধবার শুরু

আসুন-সচেতন হই, পরিবারকে ডায়াবেটিস মুক্ত রাখি। এই স্লোগান নিয়ে ২৮শে ফেব্রুয়ারী থেকে ১লা মার্চ তিনদিন ব্যাপী ১২তম যুগপূর্তি ডায়াবেটিক মেলা ও ডায়াবেটিস সচেতনতা দিবস কাল বুধবার উদ্বোধন।

আজ মঙ্গলবার বিকেলে চট্টগ্রাম প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে এই তথ্য জানান চট্টগ্রাম ডায়াবেটিক জেনারেল হাসপাতালের সভাপতি অধ্যাপক জাহাঙ্গীর চৌধুরী ।

 

তিনি জানান, এবারের ১২তম যুগপূর্তি ডায়াবেটিক মেলায় ৪০টির মতো স্টল দিয়ে মেলাকে সাজানো হয়েছে। সকাল ১১ টায় মেলা উদ্বোধন করা হবে। সকাল আটটা থেকে রাত আটটা পর্যন্ত মেলা চলবে।

মেলার ১ম দিন হেলথ ক্যাম্প অর্থোপেডিক ও ফুট কেয়ার, ২য় দিন সকাল ৯টায় ডায়াবেটিক সেমিনার ও হেলথ ক্যাম্প মেডিসিন, গাইনী ও প্রসূতি এবং ১লা মার্চ সমাপনী দিন সকাল ৮টায় হেলথ ক্যাম্প চর্ম ও যৌন রোগ , বিকাল ৩টায় চিত্রাংকন প্রতিযোগীতা, সচেতনমূলক কুইজ প্রতিযোগীতা, সাংস্কৃতিক ও পুরষ্কার বিতরণী এবং সমাপনী অনুষ্ঠান ।

এসময় উপস্থিত ছিলেন সমিতির সহ-সভাপতি আলহাজ্ব এস এম শওকত হোসেন, যুগ্ম সম্পাদক ইঞ্জিনিয়ার লায়ন মো: জাবেদ আবছার চৌধুরী, মো: শাহনেওয়াজ, কোষাধ্যক্ষ এ.এস.এম জাফর, নির্বাহী সদস্য মো: শহীদুল আলম, মোহাম্মদ আলী চৌধুরী এবং হাসপাতাল ডাইরেক্টর ডা: নওশাদ আজগার চৌধুরী প্রমুখ।