চিত্তকে প্রসারিত করে বিত্তশালীদের এগিয়ে আসার আহবান – আ.জ.ম নাছির

৩৩নং ফিরিঙ্গী বাজার ওয়ার্ড কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লব এর উদ্যোগে আজ সকাল ১১টায় এয়াকুব আলী দোভাষ বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে শীতার্থদের মাঝে কম্বল বিতরণ করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র আলহাজ্ব আ.জ.ম নাছির উদ্দীন।

৩৩নং ফিরিঙ্গী বাজার ওয়ার্ড কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লব এর সভাপতিত্বে ও মহানগর যুবলীগ নেতা জাহাঙ্গীর আলম এর সঞ্চালনায় বক্তব্য রাখেন সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর লুৎফুন্নেছা দোভাষ বেবী, সমাজসেবক আবদুল হালিম দোভাষ, বিশিষ্ট সাংবাদিক ও কলামিষ্ট আবদুল হাই, ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. ইলিয়াছ, মো. তারেক সদ্দর্র, সাংগঠনিক সম্পাদক আবদুল মাবুদ, সম্পাদক মন্ডলীর সদস্য মঞ্জুর আলম, জাহাঙ্গীর সিদ্দিকী, হাজী নাছির আহমেদ, লায়ন রুপম দাশগুপ্ত, সাইফুদ্দিন শাহী, মহানগর যুবলীগের সাবেক সদস্য খোরশেদ আলম রহমান, কোতোয়ালী থানা ছাত্রলীগের সভাপতি অনিন্দ্য দেব। এতে আরো উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা তারেক ইমতিয়াজ ইমতু, সাবেক ছাত্রনেতা তাজউদ্দিন রিজভী, তানভীর আহমেদ রিংকু, আবদুল্লাহ আল মামুন, আবু বক্কর সেলিম, নগর স্বেচ্ছাসেবক লীগ নেতা তারাপদ দাশ, আবদুল মতিন, হুমায়ুন মোর্শেদ সাকিল, মো. খোরশেদ আলম, আওয়ামী লীগ নেতা গোলাপ মিয়া, মো. হানিফ, আমির হোসেন, যুবলীগ নেতা আবু জাহেদ, জামাল উদ্দিন মাসুম, জমির উদ্দীন পারভেজ, সামিউল হাসান রুমন, মোঃ নেজাম উদ্দিন রুবেল, মো. নিয়াজ, ৩৩নং ওয়ার্ড মুজিব সেনা সাধারণ সম্পাদক মো. আলাউদ্দিন, মহানগর ছাত্রলীগের আইন বিষয়ক সম্পাদক অসিউর রহমান, সদস্য সাফফাত বিন আমিন, নুরুল আজিম, মো. গোল নেওয়াজ, মো. তাজউদ্দিন, মো. গোলজার হোসেন লাভলু, আমিনুল ইসলাম শাহেদ, শফিউল আলম জনি, মো. সালাউদ্দিন, মো. জাবেদ, হুমায়ুন কবির রিকু, মো. সোহেল হক, খোকন দাশগুপ্ত, সুলতান স¤্রাট, মো. আরাফাত, মো. শওকত, মো. সেলিম, আসিফুল হক সিফাত, মো. সায়েম, আতিকুর রহমান, সাফরাত হোসেন রাহিন, ছাত্রনেতা আবদুল জুয়েল, নবাব, অতুল প্রমুখ।

প্রধান অতিথি বলেন, মানুষের যেকোন দুঃখ দুর্দশায় এগিয়ে আসার নামই হচ্ছে মানবিক সহায়তা। আর এই সহায়তা করতে পারার মধ্যে এক ধরণের তৃপ্তি এবং আনন্দ রয়েছে। কিন্তু সেই আনন্দগুলোকে এক শ্রেণির মানুষ সামর্থ থাকা সত্ত্বেও তারা এগিয়ে আসে না। এটা অত্যন্ত দুঃখজনক। আমাদের আহবান থাকবে সকল বিত্তবান মানুষেরা দুঃস্থ মানুষের প্রতি সদয় হবেন।