প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২৬, ২০২৪, ৭:৩২ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ১৩, ২০২৪, ২:২১ অপরাহ্ণ
রিয়াজুদ্দিন বাজারে মজুদ ১০০ টন খেজুর ৭দিনের মধ্যে খালাসের নির্দেশ
পবিত্র রমজান মাসে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে আজ চট্টগ্রামের বৃহত্তম ফল মার্কেট ফলমন্ডিতে অভিযান চালিয়েছে জেলা প্রশাসন।
এসময় মূল্য তালিকা না থাকা ও ক্রয় বিক্রয় রশিদ সংরক্ষণ না করায় সাফা মারওয়া ড্রাই ফ্রুটসকে ৫ হাজার এবং আরোবা এন্টারপ্রাইজকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। পরবর্তীতে আলী জেনারেল স্টোর নামক একটি দোকানে ২৮৫০ টাকায় খেজুর কিনে ৪১৫০ টাকায় খেজুর বিক্রয় করায় তাকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয় এবং সতর্ক করা হয়।
দুপুরের পর রিয়াজুদ্দিন বাজারের একটি কোল্ড স্টোরেজে আনুমানিক ১০০ টন প্যাকেটজাত খেজুরের মজুদ পাওয়া যায়। গত বছর আগস্ট/ সেপ্টেম্বর মাস থেকে এ পর্যন্ত বেশ কয়েকজন আমদানীকারক ও পাইকারি বিক্রেতা এসকল খেজুরগুলো মজুদ করেছেন।
এসময় অভিযানে নেতৃত্ব দেওয়া নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতীক দত্ত আগামী ৭ দিনের মধ্যে এসকল খেজুর বাজারে ছেড়ে দেয়ার নির্দেশ দেন। অন্যথায় এসকল খেজুর জব্দ করে নিলামে বিক্রয় করা হবে বলে তিনি জানান।
অভিযানে সার্বিক সহযোগিতা করেন কৃষি বিপণন কর্মকর্তা মোর্শেদ কাদের এবং কোতোয়ালি থানা পুলিশ এর একটি দল।
সম্পাদক ও প্রকাশক : সাইফুল আলম সিদ্দিকী
সম্পাদকীয় ও বার্তা : ৩২১, নবাব সিরাজউদ্দৌলা সড়ক , দিদার মার্কেট, দেওয়ান বাজার, চট্টগ্রাম।
ফোন : +৮৮০২৩৩৩৫৪৪৫৮, মোবাইল : +৮৮০১৮৪২-৭৯৭৩১৫
Copyright © 2023 দৈনিক পূর্বতারা. All rights reserved.