চট্টগ্রাম এ্যাম্বুলেন্স মালিক-চালকদের উপর দুই দফায় সন্ত্রাসী হামলার প্রতিবাদে গতকাল সোমবার সকালে চট্টগ্রাম প্রেস ক্লাব চতুরে চট্টগ্রাম এ্যাম্বুলেন্স মালিক চালকদের মানববন্ধন অনুষ্ঠিত হয়।
চট্টগ্রাম হালকা মোটরযান চালক শ্রমিক ইউনিয়ন প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ শাহ আলম ফিরোজীর সভাপতিত্বে উক্ত মানববন্ধনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম বিভাগীয় আইন শৃঙ্খলা কমিটি সদস্য আলহাজ্ব মোঃ আবদুস মান্নান, , প্রধান বক্তা চট্টগ্রাম হালক মোটরযান চালক শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ আনোয়ার হোসেন, মানববন্ধনে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কার্যকরী সভাপতি মোঃ কাজল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি সভাপতি মোঃ আলমগীর হোসেন, সহ-সভাপতি মোঃ মঈন উদ্দিন তাপস, এ্যাম্বুলেন্স মালিক সমিতির সভাপতি নুর মোহাম্মদ নুরু, সাধারণ সম্পাদক মোঃ আমান উল্ল্যাহ চৌং , মোঃ আরিফুল ইসলাম, মোঃ হাসান, মোঃ ইউছুপ, মোঃ আঃ রহিম সহ আরো বক্তব্য রাখেন মোঃ আবু ফয়েজ, সামসুল ইসলাম আরজু,মোঃ ফারুক হোসেন, মোঃ নুরুল সুমন, মোঃ মিলন, মোঃ মিন্টু, মোঃ হানিফ, মোঃ আলী, লিটন মিশ্র, মোঃ সাইদ, মোঃ রাসেল হাওলাদার, মোঃ আঃ সাত্তার, মোঃ মিজানুর রহমান সহ আরো বিভিন্ন সংগঠনের নেতৃবৃদ্ধ।
প্রধান অতিথি মোঃ আব্দুল মান্নান বলেন, চাঁদাবাজ সন্ত্রাসীরা কোন দলের নয়, এরা দেশ ও জাতির শত্রু। অবিলম্বে তাদের আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করতে হবে। চালক শ্রমিকদের উপর সন্ত্রাসীরা হামলা এদেশের মালিক শ্রমিকরা মেনে নিবেনা। অবিলম্বে চিহ্নিত সন্ত্রাসী মেহেদী হাসান- অভিজিৎ সেন মিশু- নুরুল হুদা মিন্টু ও শুভ মজুমদারকে গ্রেফতার করে শাস্তির দাবী জানান।
প্রধান বক্তা মোঃ আনোয়ার হোসেন বলেন, একজন শ্রমিকের উপর হামলা করা মানে বাংলাদেশের ৭০ লক্ষ চালক শ্রমিকের উপর হামলা করা। আমি এ হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। সন্ত্রাসী কর্তৃক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবী জানাচ্ছি অন্যথায় বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।
সম্পাদক ও প্রকাশক : সাইফুল আলম সিদ্দিকী
সম্পাদকীয় ও বার্তা : ৩২১, নবাব সিরাজউদ্দৌলা সড়ক , দিদার মার্কেট, দেওয়ান বাজার, চট্টগ্রাম।
ফোন : +৮৮০২৩৩৩৫৪৪৫৮, মোবাইল : +৮৮০১৮৪২-৭৯৭৩১৫
Copyright © 2023 দৈনিক পূর্বতারা. All rights reserved.