প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২৭, ২০২৪, ২:০০ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ৬, ২০২৪, ৪:১২ অপরাহ্ণ
রাজনীতিতে নারী নেতৃত্ব এগিয়ে নিতে অর্থ বরাদ্দের দাবি
বাংলাদেশের অর্ধেক জনগোষ্ঠী নারী হলেও রাজনীতিতে নারীর অংশগ্রহণ পর্যাপ্ত নয়। কোন দলই এখন পর্যন্ত সকল কমিটিতে ৩৩ শতাংশ নারীর অংশগ্রহণ নিশ্চিত করতে পারেনি। যদিও গণপ্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী এর বাধ্যবাধকতা রয়েছে। ডেমোক্রেসী ইন্টারন্যাশনাল চট্টগ্রাম অঞ্চল এর আয়োজনে বুধবার চট্টগ্রাম মহানগরীর একটি রেস্টুরেন্টে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে “নারীর সমঅধিকার; উন্নয়নের জন্য হোক নারীর প্রতি বিনিয়োগ” শীর্ষক এক মতবিনিময় সভায় দলে নারী নেতৃত্ব আরও এগিয়ে নিতে আলাদা করে দলীয় অথবা রাষ্ট্রীয় তহবিল বরাদ্দের দাবি জানিয়েছেন বক্তারা।
সভায় অংশ নেন আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টির নেতৃবৃন্দের পাশাপাশি নাগরিক সমাজ, সাংবাদিক ও মাল্টি পার্টি অ্যাডভোকেসি ফোরাম-এমএএফ এর প্রতিনিধিরা। এসময় তারা বলেন, শুধু অর্থ বরাদ্দই নয়, নেতৃত্বের দক্ষতা বৃদ্ধির জন্য প্রয়োজনীয় প্রশিক্ষণেরও জরুরী। আলোচকরা সবচেয়ে বেশি গুরুত্ব দেন নারীর অর্থনৈতিক ক্ষমতায়নের উপর। তারা বলেন, অস্বচ্ছল কিন্তু যোগ্যতা সম্পন্ন নারী নেতৃবৃন্দ বর্তমান সময়ে নির্বাচন করতে আগ্রহ হারিয়ে ফেলেন, দলের মূল কমিটিতেও উপেক্ষিত থাকেন। ফলে প্রভাবশালীদের সাথে টিকতে না পেরে অধিকাংশ নারীই পিছিয়ে পড়ছেন। এজন্য তাদের সুরক্ষা ও নেতৃত্ব বিকাশে নিজ নিজ দলগুলোই দায়িত্ব নেয়ার আহ্বান জানান। তুলে ধরেন বেশি কিছু সুপারিশ।
ইউএসএআইডি’র অর্থায়নে ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল বাংলাদেশে এক যুগেরও বেশি সময় ধরে নারীর রাজনৈতিক ক্ষমতায়নে ‘নারীর জয়ে, সবার জয়’ ক্যাম্পেইন পরিচালনা করছে। এই ক্যাম্পেইনের আওতায় সারাদেশে ২০,০০০ এরও বেশি নারী নেতাদের সমন্বয়ে একটি ক্রমবর্ধমান বহুদলীয় নেটওয়ার্ক আছে যা এখন পর্যন্ত ৬২১টি তৃণমূল কমিটিতে ৬,৮২৯ জন নারীকে অন্তর্ভুক্ত হতে সহায়তা করেছে। স্ট্রেনদেনিং পলিটিক্যাল ল্যান্ডস্কেপ (এসপিএল) প্রকল্পের আওতায় রাজনৈতিক দলের মধ্যে নারীর রাজনৈতিক ক্ষমতায়ন বিষয়ক উপকমিটি নিজ নিজ দলে বিভিন্ন ইউনিটে কার্যকর। এছাড়া নিজ দলের পাশাপাশি অন্য দলের যোগ্য নারীদেরও নেতৃত্ব বিকাশে মাল্টিপার্টি অ্যাডভোকেসি ফোরামের সহায়তায় অ্যাডভোকেসি কর্মসূচী পালন করছে।
অনুষ্ঠানে নাগরিক সমাজের প্রতিনিধিরা বলেন, গনমাধ্যম ও সুশীল সমাজেরও দায়িত্ব রয়েছে সকল যোগ্য নারী নেতৃবৃন্দের পক্ষে কথা বলা এবং সমাজে ও দলের কাছে তার ইতিবাচক ইমেজকে প্রচার করা। ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল এর ইলেক্টোরাল প্রোগ্রাম এসোসিয়েট তামান্না আহমেদ বহ্নি’র সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মশালায় স্বাগত বক্তব্য রাখেন ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল চট্টগ্রামের জ্যেষ্ঠ আঞ্চলিক ব্যবস্থাপক মোঃ সদরুল আমিন । আর্ন্তজাতিক নারী দিবস এর মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ আওয়ামী যুব মহিলা লীগের চট্টগ্রাম মহানগর সদস্য ও মাস্টার ট্রেইনার নাজমা সুলতানা নুপুর, মাল্টিপার্টি কার্যক্রম উপস্থাপনা করেন মাল্টি পার্টি এডভোকেসী ফোরাম চট্টগ্রামের সদস্য সচিব ও বিএনপির মাস্টার ট্রেইনার ও ফেলো মোঃ জসিম উদ্দিন চৌধুরী । কর্মশালার দলীয় কার্যক্রম পরিচালনা করেন ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল চট্টগ্রামের আঞ্চলিক সমন্বয়কারী মোহাম্মদ ওবায়দুর রহমান । সমাপনী পর্বে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগ এর জাতীয় পরিষদ সদস্য ও চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহসভাপতি নঈমউদ্দিন আহমদ চৌধুরী, দক্ষিন জেলা আওয়ামী লীগের ১ম যুগ্ন সম্পাদক প্রদীপ কুমার দাশ, জাতীয় পার্টি চট্টগ্রাম মহানগর সহ সাধারণ সম্পাদক মোঃ কে এম আবছার উদ্দিন রণী, ইলমার প্রধান নির্বাহী জেসমিন সুলতানা পারু, নারী সাংবাদিক ডেইজি মওদুদ, চট্টগ্রাম প্রেস ক্লব সাধারণ সম্পাদক দেব দুলাল ভৌমিক, বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজ এর চেয়ারম্যান মোঃ নাজিম উদ্দিন, মানবাধিকার কর্মী এম এ হাশেম রাজু, বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ চট্টগ্রাম উত্তর জেলার সহ সভাপতি রোমানা নাসরিন, দক্ষিণ জেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক খালেদা আকতার চৌধুরী,
জাতীয় মহিলা পার্টি চট্টগ্রাম মহানগর সভাপতি সুলতানা রহমান, জাতীয়তাবাদী মহিলা দল চট্টগ্রাম মহানগরের সহ সহভাপতি ভাইস প্রেসিডেন্ট জেসমিনা খানম, চট্টগ্রাম উত্তর জেলার সভাপতি মেহেরুন নেছা নারগিস, চট্টগ্রাম দক্ষিণ জেলার সভাপতি জান্নাতুল নাইম চৌধুরী রিকু , উত্তর জেলা আওয়ামী লীগের সহ প্রচার ও প্রকাশনা সম্পাদক ও সন্ধীপের মহিলা ভাইস চেয়ারম্যান জেবুন্নেসা চৌধুরী জেসী ।
আরো উপস্থিত ছিলেন মমতার পরিচালক স্বপ্না তালুকদার,বিবিএফ’র পরিচালক নাসরিন সুলতানা ,জাতীয় মহিলা পার্টি চট্টগ্রাম মহানগর সহসভাপতি তাজলিনা সুলতানা মণি, জাতীয়তাবাদী মহিলা দল চট্টগ্রাম চট্টগ্রাম মহানগর এর ভাইস প্রেসিডেন্ট ভাইস প্রেসিডেন্ট ফারহানা জসীম, এডভোকেট পারভিন আকতার চৌধুরী, উত্তর জেলার সাধারণ সম্পাদক লায়লা ইয়াছমিন, চট্টগ্রাম মহানগর যুগ্ম সাধারণ সম্পাদক কামরুন নাহার লিজা, মহানগর আওয়ামী লীগ এর ডিআই সিনিয়র ফেলো আবিদা আজাদ, মহানগর যুব লীগের সাবেক সহ সম্পাদক মোহাম্মদ ইয়াসির আরাফাত, দক্ষিণ জেলা যুব দলের দপ্তর সম্পাদক ও ডিআই ফেলো মুহাম্মদ মামুনুর রশৗদ, উত্তর জেলা মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রেজোয়ানা শারমিন. সদস্য পারভীন আক্তার, জাতীয় মহিলা পার্টি সদস্য শেখ শারমিন আক্তার , ইয়ামুন নাহার প্রমূখ । সার্বিক সহযোগিতা করেন সিনিয়র অপারেশন সহকারী মোহাম্মদ হাসান চৌধুরী রনি ।
সম্পাদক ও প্রকাশক : সাইফুল আলম সিদ্দিকী
সম্পাদকীয় ও বার্তা : ৩২১, নবাব সিরাজউদ্দৌলা সড়ক , দিদার মার্কেট, দেওয়ান বাজার, চট্টগ্রাম।
ফোন : +৮৮০২৩৩৩৫৪৪৫৮, মোবাইল : +৮৮০১৮৪২-৭৯৭৩১৫
Copyright © 2023 দৈনিক পূর্বতারা. All rights reserved.