প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২১, ২০২৪, ৪:২০ পি.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারি ২৭, ২০২৪, ১১:৪৩ পূর্বাহ্ণ
শ্রী শ্রী রাধাকৃষ্ণ জীউর মন্দির ধর্মঘর চারদিনব্যাপী বার্ষিক মহোৎসব কাল শুরু
হাটহাজারী উপজেলা ১নং চসিক উত্তর ফতেয়াবাদ নন্দীরহাট সাহাপাড়া প্রায় ১৫৫ বছরের প্রাচীন শ্রী শ্রী রাধাকৃষ্ণ জীউর মন্দির ধর্মঘরে শুরু হচ্ছে চার দিনব্যাপী বার্ষিক মহোৎসব কাল।
হাটহাজারী নন্দীরহাটের অন্যতম এই মহোৎসবকে কেন্দ্র করে দেশের বিভিন্ন স্হান থেকে ভক্তদের পদচারণায় মুখরিত হয় মন্দির প্রাঙ্গন। মহোৎসবকে কেন্দ্র করে মন্দিরের আশপাশের এলাকায় বসে মেলা।
মন্দিরের সভাপতি প্রদীপ কুমার সাহা জানান, মন্দির প্রাঙ্গনে চার দিন ব্যাপী উৎসবে অনুষ্ঠানসূচির মধ্যে থাকছে আনন্দের প্রকৃত উৎস ও আধ্যাত্মিক জগতে মঠ মন্দিরের ভূমিকা ধর্মীয় আলোচনা সভা,আধ্যাত্মিক স্পন্দন ধর্মীয় সাংস্কৃতিক অনুষ্ঠানে শিল্পী অলক দেবনাথ ও তারদলসহ বেতার ও টেলিভিশন শিল্পীবৃন্দ সংগীত পরিবেশন,পদাবলী কীর্তন, হরিনাম কীর্তনের শুভ অধিবাস কীর্তন করবে অধর দত্ত ও তার দল হরিনাম নামকীর্তন,মহাপ্রসাদ বিতরণ এবং মহানামযজ্ঞের পূর্ণাহুতি হরিনামসহ নগর সংকীর্তন মধ্যে দিয়ে শেষ হবে চারদিনের এই উৎসব। এতে নামসুধা বিতরণ করবে দেশে নামকরা কীর্তনীয় দলগুলো চৈতন্য সুন্দর সম্প্রদায়,কৃষ্ণমুরারী সম্প্রদায়,জীবনানন্দ সম্প্রদায়,কৈবল্যনাথ সম্প্রদায়। প্রতিবছর জীবজগতের শান্তি কামনায় প্রতিষ্টাবার্ষিকীর উৎসব অনুষ্ঠান হয়ে আসছে।চারদিনে এই মহোৎসবে ভক্তদের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে পুরো মন্দির প্রাঙ্গন।
চার দিনের এই বার্ষিকী মহোৎসব ২৮ ফেব্রুয়ারি বুধবার সকাল থেকে মঙ্গলারতি ও সমবেত প্রার্থনা,গীতা প্রতিযোগিতা,ধর্মীয় আলোচনা সভা, নগর সংকীর্তন, মহা প্রসাদ আস্বাদন করা মধ্যে দিয়ে ০২ মার্চ শনিবার সকালে শেষ হবে মহোৎসব ।
সম্পাদক ও প্রকাশক : সাইফুল আলম সিদ্দিকী
সম্পাদকীয় ও বার্তা : ৩২১, নবাব সিরাজউদ্দৌলা সড়ক , দিদার মার্কেট, দেওয়ান বাজার, চট্টগ্রাম।
ফোন : +৮৮০২৩৩৩৫৪৪৫৮, মোবাইল : +৮৮০১৮৪২-৭৯৭৩১৫
Copyright © 2023 দৈনিক পূর্বতারা. All rights reserved.