‘মহান শহীদ দিবস’ ও ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে’ ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন (সিইউজ) নেতৃবৃন্দ।
শুক্রবার (২১ ফেব্রুয়ারি) সকাল ৭টায় চট্টগ্রাম কেন্দ্রিয় শহীদ মিনারের শহীদ বেদীতে পুষ্পস্তবক অর্পণ করেন নেতৃবৃন্দ। এ সময় উপস্থিত ছিলেন সিইউজের সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী, সাধারণ সম্পাদক সবুর শুভ, সিনিয়র সহ-সভাপতি স ম ইব্রাহিম, সহসভাপতি সাইদুল ইসলাম, যুগ্ম সম্পাদক মো.ওমর ফারুক, অর্থ সম্পাদক এম সরওয়ারুল আলম সোহেল, সাংগঠনিক সম্পাদক সুবল বড়ুয়া, প্রচার ও প্রকাশনা সম্পাদক মিনহাজুল ইসলাম ও নির্বাহী সদস্য আহসান হাবিবুল আলম, সিইউজের সদস্য রমেন দাশগুপ্ত, সুরেশ কুমার দাস, মাসুদুল হক, হোসাইন জিয়াদ, আহসান রিটন,একে আজাদ, রাজিব বড়ুয়া, ফায়সাল করিম, ফেরদৌস লিপি, রণি দত্ত, নয়ন বড়ুয়া জয়, শফিক আহমেদ সাজিব, জুয়েল শীল, কমল দাশ, সৈয়দ তাম্মিম মাহমুদ,শহিদুল সুমন ও সাখাওয়াত হোসেন টিপু।
শ্রদ্ধার্ঘ্য জানানোর পরে এক পথসভায় সভাপতির বক্তব্যে সিইউজে'র সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী বলেন, মহান একুশে আমাদের মাতৃভাষা কেন্দ্রিক জাতীয়তাবাদের চেতনা তথা দেশপ্রেমের শিক্ষা দেয়। বৈষম্যের বিরুদ্ধে এমন অধিকারবোধ আমাদের অসাম্প্রদায়িক কল্যাণ রাষ্ট্র গড়ার স্বপ্নকে জাগিয়ে তোলে। আগামীর বাংলাদেশ বিনির্মাণের পথ যাত্রায়ও সেই চেতনাকেই ধারণ করতে হবে। তিনি ভাষা সংগ্রামে গণমাধ্যমের অত্যুজ্জ্বল ভূমিকা ও প্রভাতফেরি রচনা এবং সুরারোপে সাংবাদিক আব্দুল গাফফার চৌধুরী ও আলতাফ মাহমুদ সহ ভাষা চেতনা অব্যাহত রাখার ক্ষেত্রে পেশাজীবী- সাংবাদিকদের অবদানের
কথাও তুলে ধরেন।
সিইউজের সাধারণ সম্পাদক সবুর শুভ বলেন,মহান একুশে মানে প্রচন্ড দ্রোহ, চেতনার বাতিঘর, বাঙালীর মুখের ভাষা বাংলাকে স্বমহিমায় প্রতিষ্ঠা করবার রক্তস্নাত প্রয়াস, মানুষে মানুষে, ধর্মে জাতিতে বৈষম্যের কবর রচনার অনন্য সংগ্রাম। ৫২, ৭১ ও ২৪ এর বৈষম্যবিরোধী অভিন্ন চেতনার মশাল ধরে এ দেশে এ সমাজে ন্যায়নীতি, সমতা ও গণতন্ত্র প্রতিষ্ঠিত হোক এটাই আজকের দিনের প্রত্যাশা।
সম্পাদক ও প্রকাশক : সাইফুল আলম সিদ্দিকী
সম্পাদকীয় ও বার্তা : ৩২১, নবাব সিরাজউদ্দৌলা সড়ক , দিদার মার্কেট, দেওয়ান বাজার, চট্টগ্রাম।
ফোন : +৮৮০২৩৩৩৫৪৪৫৮, মোবাইল : +৮৮০১৮৪২-৭৯৭৩১৫
Copyright © 2023 দৈনিক পূর্বতারা. All rights reserved.