কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজ বলেছেন, ‘দেশের মানুষ বুঝতে পেরেছে শেখ হাসিনা একটা ভণ্ড মহিলা।
বুধবার (১২ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৫ টার দিকে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার চাপরাইল বাজারে বিএনপি আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সাইফুল ইসলাম ফিরোজ বলেন, স্বৈরাচার শেখ হাসিনা নাকি তাহাজ্জুদের নামাজ পড়ে। তাহাজ্জুদ নামাজ একটি গোপন ইবাদত, এটা গল্প করে বেড়ানোর মতো কোনো বিষয় না।
তিনি টেলিভিশনে গল্প করে বলতেন তাহাজ্জুদ নামাজ না পড়ে ঘুমান না।’
তিনি বলেন, ‘সকাল বেলা মানুষ ভোটকেন্দ্রে গিয়ে ভোট দেবে সেই ভোটে শেখ হাসিনা জিততে পারবে। সেই সৎ সাহস তার ছিল না। তাই শেখ হাসিনা তাহাজ্জুদের নামাজ পড়ে পুলিশ ও র্যাব দিয়ে ভোট কাটতে যেতেন।
৫ জুলাই ছাত্র-জনতার আন্দোলনে আপনারা দেখেছেন। এক শাড়িতে তাকে পালাতে হয়েছে। যাবার সময় সেন্ডেলও পড়তে পারেন নাই। এখন তার স্থান হয়েছে বাপ-দাদার বাড়ি ভারতে।
আর ১০ মিনিট দেরি হলে দেশের জনতা আপনার উচিৎ শিক্ষা দিতেন।’
সাইফুল ইসলাম বলেন, ‘দীর্ঘ দিন মানুষ ভোটাধিকার প্রয়োগ করতে পারে নাই। দ্রুত মানুষের ভোটাধিকার প্রয়োগ করার সুযোগ দেন। প্রয়োজনীয় সংস্কার দ্রুত শেষ করতে হবে। নাইলে ষড়যন্ত্রকারীরা তাদের ষড়যন্ত্র অব্যাহত রাখবে।
সম্পাদক ও প্রকাশক : সাইফুল আলম সিদ্দিকী
সম্পাদকীয় ও বার্তা : ৩২১, নবাব সিরাজউদ্দৌলা সড়ক , দিদার মার্কেট, দেওয়ান বাজার, চট্টগ্রাম।
ফোন : +৮৮০২৩৩৩৫৪৪৫৮, মোবাইল : +৮৮০১৮৪২-৭৯৭৩১৫
Copyright © 2023 দৈনিক পূর্বতারা. All rights reserved.