নগরের পাঁচলাইশ মডেল থানাধীন দুই নম্বর গেইট এলাকায় ড্যান্স পার্টিতে অভিযান চালিয়ে নারী-পুরুষসহ ২৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) রাতে ইয়াকুব ট্রেড সেন্টারের ৭ম তলা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
এ সময় একজনের কাছ থেকে ৭০ ক্যান বিয়ার উদ্ধার করা হয়েছে।
পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান বাংলানিউজকে জানান, ইয়াকুব ট্রেড সেন্টারের ৭ম তলায় অশ্লীল কাপল ড্যান্স পার্টিতে অভিযান চালিয়ে ২৫ জন গ্রেপ্তার করা হয়েছে।
একজনের হেফাজত থেকে ৭০ ক্যান অবৈধ মাদক উদ্ধার করা হয়েছে।
তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হবে এবং অন্যান্যদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান তিনি।
সম্পাদক ও প্রকাশক : সাইফুল আলম সিদ্দিকী
সম্পাদকীয় ও বার্তা : ৩২১, নবাব সিরাজউদ্দৌলা সড়ক , দিদার মার্কেট, দেওয়ান বাজার, চট্টগ্রাম।
ফোন : +৮৮০২৩৩৩৫৪৪৫৮, মোবাইল : +৮৮০১৮৪২-৭৯৭৩১৫
Copyright © 2023 দৈনিক পূর্বতারা. All rights reserved.