আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও চট্টগ্রামের রাঙ্গুনিয়া দরবার এ বেতাগী আস্তানা শরীফের প্রাণ পুরুষ উপমহাদেশের বৃটিশ বিরোধী আন্দোলনের অন্যতম বীর সিপাহসালার সৈয়দুল আযম আল্লামা হাফেজ হাকিম শাহ মুহাম্মদ বজলুর রহমান মহাজেরে মক্কী (রহঃ) বার্ষিক ইছালে ছাওয়াব মাহফিল ,বেতাগী রহমানিয়া জামেউল উলুম মাদ্রাসার বার্ষিক সভা এবং বেতাগী আনজুমানে রহমানিয়ার ৩৭ তম বার্ষিক সম্মেলন উপলক্ষে লায়ন্স ক্লাব ও লিও ক্লাব অব চিটাগাং ইম্পেরিয়াল সিটি ও বেতাগী আনজুমানে রহমানিয়ার আয়োজনে লায়ন্স চক্ষু হাসপাতালের সহযোগিতায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা ক্যাম্প ও লায়ন্স ক্লব অব চিটাগাং ইম্পেরিয়াল সিটির সদস্য লায়ন ডাঃ মোহাম্মদ ওয়াসিফ হামিদ ও ডাঃ কাজী মেহনাজ এশা’র পরিচালনায় যৌথ চক্ষু ও ডেন্টাল ও রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্প ২১ ফেব্রুয়ারী রাঙ্গুনীয়া দরবার এ বেতাগী আস্তানা শরীফে অনুষ্ঠিত হয় । বেতাগী আনজুমানে রহমানিয়ার ভাইস প্রেসিডেন্ট প্রাক্তন লিও জেলা সভাপতি লায়ন মোহাম্মদ ওবায়দুর রহমান এর সমন্বয়ে অনুষ্ঠিত এই চিকিৎসা সেবা ক্যাম্পে সভাপতিত্ব করেন দরবার এ বেতাগী আস্তানা শরীফের সাজ্জাদানশীন পীরে তরিকত মাওলানা মুহাম্মদ গোলামুর রহমান আশরফ শাহ (মাঃজিঃআলী), প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লায়ন্স জেলা ৩১৫ বি৪ বাংলাদেশের মাননীয় জেলা গর্ভনর লায়ন এম.ডি.এম. মহিউদ্দিন চৌধুরী পিএমজেএফ ,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দরবার এর মেজ সােেহবজাদা পীরজাদা আল্লামা জিয়াউর রহমান আহমদ উল্লাহ আবু শাহ, বেতাগী আন্জুমানে রহমানিয়া কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মুহাম্মদ মফিজুল ইসলাম সিকদার ,যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম বাবর ও বেতাগী রহমানিয়া জামেউল উলুম সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা ইলিয়াছ নুরী। এতে আরো উপস্থিত ছিলেন লায়ন মোহাম্মদ মিজানুল করিম,লায়ন মুরাদুল হক ,লায়ন মোহাম্মদ সুলায়মান,প্রাক্তন লিও মুহাম্মদ নুর এ আলম, লিও ইম্পেরিয়াল সিটি পরিচালক লিও লিও সিরাজুল ইসলাম রিপন ,জোন চেয়ারপার্সন লিও সৌমেন বড়ুয়া,লিও ক্লাব প্রেসিডেন্ট এডভোকেট জয়নুল আবেদীন,সেক্রেটারী লিও শামীম খান, লিও মনজুর ।
সম্পাদক ও প্রকাশক : সাইফুল আলম সিদ্দিকী
সম্পাদকীয় ও বার্তা : ৩২১, নবাব সিরাজউদ্দৌলা সড়ক , দিদার মার্কেট, দেওয়ান বাজার, চট্টগ্রাম।
ফোন : +৮৮০২৩৩৩৫৪৪৫৮, মোবাইল : +৮৮০১৮৪২-৭৯৭৩১৫
Copyright © 2023 দৈনিক পূর্বতারা. All rights reserved.