মারসার মারমুখী চাপে দুমড়ে-মুচড়ে গেল প্রাইভেট কার, অল্পের জন্য প্রাণে বাঁচলো ৩ যাত্রী

চট্রগ্রাম-কক্সবাজার মহাসড়কের চন্দনাইশের গাছবাড়িয়া কলেজ গেইট এলাকায় কক্সবাজারগামী মারসা বাসের সাইড চাপে দুমড়ে-মুচড়ে গেছে একটি প্রাইভেট কার। এতে অল্পের জন্য প্রাণে রক্ষা পান বাবলু (৩০), মিটু (২৮) ও মাসুম (২৪) নামের ৩ প্রাইভেট কার যাত্রী।

জানা যায়, কক্সবাজার থেকে ছেড়ে আসা একটি প্রাইভেট কার রাত আনুমানিক ১.৩০ টার দিকে গাছবাড়িয়া কলেজ গেইট এলাকায় পৌঁছালে কক্সবাজারগামী মারসা পরিবহনের একটি বাস প্রাইভেট কারটিকে সাইড চাপ দেই। এতে প্রাইভেট কারটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দাঁড়ানো আরেকটি ট্রাককে ধাক্কা দিলে কারটি দুমড়ে-মুচড়ে যায়।

প্রাইভেট কারটির মালিক ও যাত্রী ইমরান হোসেন বাবলু বলেন, কলেজ গেইট এলাকায় পৌঁছালে মারসা গাড়িটি আমার লাইনে এসে আমার গাড়িটিকে চাপ দেই। আমার গাড়ির নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করলে সামনে দ্রুতগামি পিকআপের মুখোমুখি হয়। পিকআপ থেকে গাড়িকে রক্ষার জন্য ডান দিকে মোড় নিলে রাস্তার পাশে আগে থেকে স্থির একটি ট্রাকের সাথে ধাক্কা লেগে আমার গাড়ির ফ্রন্ট সাইড দুমড়ে-মুচড়ে যায়। অল্পের জন্য আমরা মৃত্যুর হাত থেকে রক্ষা পেয়েছি। এই দুর্ঘটনার জন্য সম্পূর্ণ দায়ী মারসা পরিবহণ।

‌দোহাজারী হাইওয়ে থানা পুলিশের সার্জেন্ট ওমর ফারুক বলেন, দুর্ঘটনার খবর পাওয়ার পর আমরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে গাড়ি দুটি উদ্ধার করি থানায় নিয়ে আসি। দুর্ঘটনার পর স্থানীয়রা আহতদের হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায় বলে জানতে পারি।