চট্টগ্রাম মেট্টোপলিটন সাংবাদিক ইউনিয়নের (সিএমইউজে) সিনিয়র সদস্য ও সাবেক অর্থ সম্পাদক, চট্টগ্রাম মেট্টোপলিটন সাংবাদিক সমবায় সমিতির নির্বাহী সদস্য ও বিজ্ঞাপন সংস্থা “অ্যাড ব্যাংকে”র স্বত্বাধিকারী এস এম জাহেদুল হক (৬৬) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
তিনি গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ৩টায় নগরীর পার্কভিউ হাসপাতালে ইন্তেকাল করেন তিনি "কিডনি রোগী কল্যাণ সংস্থা" প্রতিষ্টিত সভাপতি ছিলেন।
এস এম জাহেদুল হক দীর্ঘ দিন ধরে কিডনি রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই মেয়ে ও এক ছেলে বহু আত্মীয়-স্বজন সহকর্মী রেখে যান।
আজ শুক্রবার সকাল ১০টায় চট্টগ্রামের মোমিন রোডস্থ কদম মোবারক মসজিদ চত্বরে নামাজে জানাজা শেষে সাতকানিয়ার কাঞ্চনায় বাদ আছর দ্বিতীয় জানাজা শেষে গ্রামের বাড়িতে তাকে দাফন করা হয়।
বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি রুহুল আমিন গাজী ও মহাসচিব কাদের গনি চৌধুরী, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি মো: শহিদুল ইসলাম ও সাধারণ সম্পাদক খুরশীদ আলম, চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ শাহ নওয়াজ ও সাধারণ সম্পাদক সালেহ নোমান, চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক সমবায় সমিতির সভাপতি আব্দুল্লাহ আল মাহমুদ সাধারণ সম্পাদক মুস্তফা নঈম পৃথক পৃথক বিবৃতিতে সাংবাদিক এস এম জাহেদুল হকের মৃত্যুতে গভীর শোক এবং শোকাহত পরিবারের সদস্যদের প্রতি সহানুভূতি প্রকাশ করেছেন।
বিবৃতিতে সাংবাদিক নেতারা বলেন, জাহেদুল হকের মৃত্যুতে সাংবাদিক সমাজ একজন নিবেদিত সাংবাদিক সংগঠককে হারিয়েছে। এ ক্ষতি সহজে পূরণ হওয়ায় নয়। আমরা তার আত্মার শান্তি কামনা এবং সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই।
সম্পাদক ও প্রকাশক : সাইফুল আলম সিদ্দিকী
সম্পাদকীয় ও বার্তা : ৩২১, নবাব সিরাজউদ্দৌলা সড়ক , দিদার মার্কেট, দেওয়ান বাজার, চট্টগ্রাম।
ফোন : +৮৮০২৩৩৩৫৪৪৫৮, মোবাইল : +৮৮০১৮৪২-৭৯৭৩১৫
Copyright © 2023 দৈনিক পূর্বতারা. All rights reserved.