পটিয়ায় চট্টগ্রামে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের এক বিশেষ অভিযানে ৩৬ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। এসময় গ্রেফতার করা হয়েছে কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার নুরুল হোসেনের পুত্র নাছির উদ্দীন (৪৮) ও একই এলাকার নুরুল আমিনের পুত্র রাশিফুল ইসলাম রাহুল (১৯)। শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে ডিবি পুলিশ পটিয়া উপজেলার কচুয়ায় ইউনিয়নের কমলমুন্সির হাট এলাকায় এ অভিযান চালান। উদ্ধারকৃত ইয়বার আনুমানিক মূল্য ১ কোটি ৮ লাখ টাকা।
জানা গেছে, শুক্রবার রাতে কক্সবাজার থেকে ছেড়ে আসা চট্টগ্রামমুখী মাইক্রোবাসে (ঢাকা মেট্রো চ ১৩-৪৫৬৫) করে ইয়াবার একটি বড় চালান পাচারের খবর পেয়ে চট্টগ্রাম জেলা ডিবি পুলিশ অভিযানে নামে। পরে একটি মাইক্রোবাস সিগন্যাল দিয়ে তল্লাশি শুরু করে। এসময় মাইক্রোবাসের বাম পাশের দরজার ভিতরের কভারে রাখা ৩৬ হাজার পিস ইয়াবা দেখতে পান এবং পাচারকারী নাছির ও রাশিফুলকে গ্রেফতার করেন।
এ ঘটনায় জেলা ডিবি পুলিশের উপ পরিদর্শক মোহাম্মদ মাসুদ বাদী হয়ে পটিয়া থানায় একটি মামলা করেছেন।
এ বিষয়ে জেলা গোয়েন্দা পুলিশের ওসি মোহাম্মদ সাজেদুল ইসলাম জানিয়েছেন, চট্টগ্রাম-কক্সবাজার সড়কে মাইক্রোবাসে করে ইয়াবা পাচারের সংবাদ পেয়ে ডিবি পুলিশ অভিযান চালিয়ে ৩৬ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে। এ ঘটনায় পটিয়া থানায় একটি মামলা করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক : সাইফুল আলম সিদ্দিকী
সম্পাদকীয় ও বার্তা : ৩২১, নবাব সিরাজউদ্দৌলা সড়ক , দিদার মার্কেট, দেওয়ান বাজার, চট্টগ্রাম।
ফোন : +৮৮০২৩৩৩৫৪৪৫৮, মোবাইল : +৮৮০১৮৪২-৭৯৭৩১৫
Copyright © 2023 দৈনিক পূর্বতারা. All rights reserved.