অন্তর্র্বতীকালীন সরকারের সাবেক ভূমি, বেসামরিক বিমান, পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা এ. এফ হাসান আরিফের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন।
শনিবার (১৮ জানুয়ারি) দুপুরে চট্টগ্রামের বাঁশখালী গার্লস ডিগ্রি কলেজ মাঠে অন্তবর্তীকালীন সরকারের সাবেক ভূমি, বেসামরিক বিমান, পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা এ. এফ হাসান আরিফের স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। খাঁন বাহাদুর ফাউন্ডেশন আয়োজিত ওই অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মেয়র ডা. শাহাদাত বলেন, ‘বাংলাদেশের প্রখ্যাত আইনজীবী হিসেবে আমি স্যারকে (হাসান আরিফ) চিনতাম। তিনি অত্যন্ত বিনয়ী ছিলেন। তিনি না থাকলে আজকে আমি মেয়র হতে পারতাম না। তাঁর কাছে আমি আজীবন কৃতজ্ঞ। সবাই স্যারের জন্য দোয়া করবেন।’
চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র মাহমুদুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ আমেরিকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট রায়হানুল ইসলাম চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জমশেদুল আলম, সহকারী কমিশনার (ভূমি) মো. জসিম উদ্দিন, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম, ইউএসটিসির সাবেক ভিসি ডা. প্রভাত চন্দ্র বড়ুয়া ও ডা. মেজবাউল হক।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপদেষ্টা হাসান আরিফের ছেলে অ্যাডভোকেট মোয়াজ আরিফ, ব্যক্তিগত সহকারী মো. আদীব খান, সাবেক প্রচার সম্পাদক শাখাওয়াত জামান দুলাল, অ্যাডভোকেট আরিফ, উপজেলা বিএনপির সভাপতি মাস্টার লোকমান, বাঁশখালী গার্লস ডিগ্রি কলেজের অধ্যক্ষ জমির উদ্দিন, চেয়ারম্যান রেজাউল করিম ইউনুস, সাবেক চেয়ারম্যান ইব্রাহিম বিন খলিল, শাহজাহান চৌধুরী, জয়নাল আবেদীন ও আক্তার হোসেন, চট্টগ্রাম জজ কোর্টের আইনজীবী জাহাঙ্গীর আলম প্রমুখ।
সম্পাদক ও প্রকাশক : সাইফুল আলম সিদ্দিকী
সম্পাদকীয় ও বার্তা : ৩২১, নবাব সিরাজউদ্দৌলা সড়ক , দিদার মার্কেট, দেওয়ান বাজার, চট্টগ্রাম।
ফোন : +৮৮০২৩৩৩৫৪৪৫৮, মোবাইল : +৮৮০১৮৪২-৭৯৭৩১৫
Copyright © 2023 দৈনিক পূর্বতারা. All rights reserved.