হযরত হাফেজ শাহ্ বজলুর রহমান (রহঃ) সুন্নি নূরানী ইবতেদায়ী মাদ্রাসায় বই বিতরণ ও সবক অনুষ্ঠান অনুষ্ঠিত
হযরত হাফেজ শাহ্ বজলুর রহমান (রহঃ) সুন্নি নূরানী ইবতেদায়ী মাদ্রাসার ২০২৫ শিক্ষাবর্ষের ইবতেদায়ী শিশু শ্রেণি হতে দ্বিতীয় শ্রেণি পর্যন্ত ভর্তিকৃত শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ ও সবক অনুষ্ঠান ১৬ জানুয়ারি'২৫ বৃহস্পতিবার সকাল ১১টায় রাঙ্গুনিয়া বেতাগী (৪নং ওয়ার্ড) শাহ্ রহমান সবুজ পল্লীতে অনুষ্ঠিত হয়। মাদ্রাসার প্রতিষ্ঠাতা পীরে তরিকত হযরত মাওলানা মুহাম্মদ গোলামুর রহমান (আশরফ্ শাহ) প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের বই বিতরণ ও সবক প্রদান করেন। মাদ্রাসার সুপার মাওলানা মুহাম্মদ মিজানুর রহমানের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন বেতাগী রহমানিয়া জামেউল উলুম সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ ইলিয়াছ নুরী, বেতাগী আন্জুমানে রহমানিয়ার সহ-সভাপতি শাহজাদা মোহাম্মদ ওবায়দুর রহমান পেটান শাহ, মাওলানা আরিফুর রহমান রাশেদ, ডাঃ মুহাম্মদ ইউসুফ, প্রকৌশলী মুহাম্মদ মামুনুর রশিদ, সাংবাদিক আরফাত হোসাইন, মাদ্রাসার শিক্ষক হাফেজ মাওলানা মুহাম্মদ ইলিয়াছ ও হাফেজ মুহাম্মদ মোরশেদ আলম প্রমূখ। প্রধান অতিথি পীরে তরিকত হযরত মাওলানা মুহাম্মদ গোলামুর রহমান (আশরফ্ শাহ বলেন - কোরআন সুন্নাহ ও আধুনিক জ্ঞান বিজ্ঞানের শিক্ষা ছড়িয়ে দিন । এ আশ্রয়ন প্রকল্পের আশেপাশে কোমলমতি শিশুদের পাঠদানের প্রতিষ্ঠান না থাকায় দীর্ঘদিনের অভাব এই প্রতিষ্ঠান শিক্ষাদানের মাধ্যমে পূরণ করবে।
মাদরাসাটি চট্টগ্রামের রাঙ্গুনিয়া দরবার এ বেতাগী আস্তানা শরীফের প্রাণ পুরুষ উপমহাদেশের বৃটিশ বিরোধী আন্দোলনের অন্যতম বীর সিপাহসালার সৈয়দুল আযম আল্লামা হাফেজ হাকিম শাহ মুহাম্মদ বজলুর রহমান মহাজেরে মক্কী (রহঃ) এ নামে প্রতিষ্ঠিত ।
ক্যাপশন ঃ হযরত হাফেজ শাহ্ বজলুর রহমান (রহঃ) সুন্নি নূরানী ইবতেদায়ী মাদ্রাসায় বই বিতরণ ও সবক অনুষ্ঠানের একাংশ
সম্পাদক ও প্রকাশক : সাইফুল আলম সিদ্দিকী
সম্পাদকীয় ও বার্তা : ৩২১, নবাব সিরাজউদ্দৌলা সড়ক , দিদার মার্কেট, দেওয়ান বাজার, চট্টগ্রাম।
ফোন : +৮৮০২৩৩৩৫৪৪৫৮, মোবাইল : +৮৮০১৮৪২-৭৯৭৩১৫
Copyright © 2023 দৈনিক পূর্বতারা. All rights reserved.