চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক আহবায়ক আবু সুফিয়ান বলেছেন, নিয়মিত খেলাধুলার চর্চা তরুণদের মাদক, সন্ত্রাস সহ সকল অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখে। খেলাধুলা একজন তরুণকে শৃঙ্খলাবোধ, অধ্যবসায় শেখায়, তার মধ্যে দায়িত্ববোধ ও কর্তব্যপরায়ণতা তৈরি করে। তাই সুন্দর ও সুস্থভাবে জীবন-যাপন করতে খেলাধুলার বিকল্প নেই। লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা মানুষের মনকে সচেতন করে তোলে। খেলাধুলা শিক্ষার্থীদের মনকে উৎফুল্ল করে। তাই সুস্থভাবে জীবন-যাপন করতে শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা চালিয়ে যেতে হবে।
তিনি আরোও বলেন, শিশু-কিশোরদের খেলাধুলায় আগ্রহী করতে খেলাধুলার আয়োজন করতে হবে। আয়োজন না থাকলে তো ছেলে-মেয়েরা খেলাধুলা করবে না। তাই আমি আয়োজকদেরও ধন্যবাদ জানায়। এই ধরনের ঘরোয়া প্রতিযোগিতাগুলো জাতীয় ও আন্তর্জাতিক মানের খোলোয়াড় সৃষ্টি করতে মূখ্য ভূমিকা পালন করবে। ভবিষ্যত প্রজন্মকে মাদক, ইভটিজিং, কিশোর গ্যাং সহ নানা অপরাধমূলক কর্মকান্ড থেকে দূরে রাখবে।
১১ জানুয়ারী (শনিবার) সন্ধ্যায় বোয়ালখালী হাজিরহাট ইকবাল পাঠাগার কর্তৃক আয়োজিত শহীদ জিয়া স্মৃতি অলিম্পিক ফুটবল টুর্নামেন্ট এর ফাইনাল খেলা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এসময় তিনি বিজয়ী দল ও রানার্স আপ দলের খেলোয়াড়দের মাঝে ট্রফি ও পুরষ্কার তুলে দেন। খেলায় কালিরহাট ফুটবল স্টারকে ০১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন দাশ পাড়া মায়ের উন্নয়ন সংঘ।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মহানগর বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আনোয়ার হোসেন লিপু, বোয়ালখালী উপজেলা বিএনপির আহবায়ক হাজী ইসহাক চৌধুরী, সদস্য সচিব হামিদুল হক মান্নান, যুগ্ম আহবায়ক এস. এম সেলিম, প্রবাসী ব্যবসায়ী আলহাজ্ব মাহবুবুল আলম, সারোয়াতলী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আরিফ উদ্দিন ছোটন, চরখিজিরপুর ইউনিয়ন বিএনপির সভাপতি এম কফিল উদ্দিন, পৌরসভা বিএনপি যুগ্ম আহবায়ক আবদুল করিম। ইকবাল পাঠাগার এর সাবেক সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম এর সভাপতিত্বে ও সদস্য এস. এম আবুল মনছুর এর সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন দক্ষিণ জেলা যুবদলের সহ সভাপতি ইসমাইল চৌধুরী, যুগ্ম সম্পাদক সাইম উদ্দিন চৌধুরী টিটু, শ্রম বিষয়ক নুরুল আবছার আশিক, বোয়ালখালী উপজেলা যুবদলের সদস্য সচিব মহসিন খোকন, পৌর ৫নং বিএনপি সাধারণ সম্পাদক আবদুল খালেক সও., পৌরসভার যুবদলের সদস্য সচিব ইব্রাহিম চৌধুরী মানিক, ইকবাল পাঠাগার সাবেক আহবায়ক মোসলিম উদ্দিন। উপস্থিত ছিলেন মো: রাশেদ, ইদ্রিছ ভুট্টা, আবু সাদেক টিপু, জালাল উদ্দিন ফরহাদ, মো: রায়হান, সাকিব,আসিফ, রোহিত, আরমান, আমশেদ, হানিফ প্রমূখ। খেলার ধারাভাষ্যকার ছিলেন সৈয়দ মোঃ জসিম উদ্দিন। খেলা পরিচালনা করেন জেলা রেফারী জিয়াউল হক।
সম্পাদক ও প্রকাশক : সাইফুল আলম সিদ্দিকী
সম্পাদকীয় ও বার্তা : ৩২১, নবাব সিরাজউদ্দৌলা সড়ক , দিদার মার্কেট, দেওয়ান বাজার, চট্টগ্রাম।
ফোন : +৮৮০২৩৩৩৫৪৪৫৮, মোবাইল : +৮৮০১৮৪২-৭৯৭৩১৫
Copyright © 2023 দৈনিক পূর্বতারা. All rights reserved.