বাংলার আবহমান সংস্কৃতির ঐতিহ্য বহনকারী উৎসব সমূহ পালনে মমতা সবসময় প্রতিজ্ঞাবদ্ধ। বাংলা সংস্কৃতি ও ঐতিহ্যে পিঠাপুলির বিশেষ গুরুত্ব রয়েছে। এরই প্রেক্ষাপটে বৃহষ্পতিবার ৯ই জানুয়ারী সেচ্ছাসেবী সংগঠন মমতা’র উদ্যোগে নগরীর হালিশহরস্থ মমতা অডিটোরিয়ামে “শীতকালীন পিঠা উৎসব ও পুরষ্কার বিতরণী” অনুষ্ঠিত হয়। “শীতকালীন পিঠা উৎসব” অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক ৩১৫-বি৪ এর জেলা গভর্নর লায়ন কোহিনুর কামাল এমজেএফ, সম্মানীত অতিথি ছিলেন সদস্য প্রাক্তন লায়ন্স গভর্নর এমডিএম মহিউদ্দিন চৌধুরী। পিঠা উৎসব উপলক্ষ্যে আয়োজিত সংক্ষিপ্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন মমতার প্রধান নির্বাহী একুশে পদকপ্রাপ্ত সমাজসেবক রফিক আহামদ। পিঠা উৎসবের আলোচনায় বক্তারা বাঙ্গালী ঐতিহ্যে পিঠাপুলির গুরুত্ব তুলে ধরেন। এসময় বক্তব্য রাখেন মমতা’র কার্যকরী পরিষদের সাধারণ সম্পাদক প্রফেসর পূরবী দাশ গুপ্তা, উপ-প্রধান নির্বাহী মো. ফারুক, সহকারী প্রধান নির্বাহী মোহাম্মদ শাহারিয়ার, পিঠা উৎসবের আহ্বায়ক ও পরিচালক তৌহিদ আহমেদ, ইকবাল আল মাহামুদ প্রমুখ। উপস্থিত ছিলেন মিসেস শাহাজাদী রফিক, লায়ন ডা. জাকির হোসেন সহ অন্যান্যরা। পিঠাপুলির উৎসবে স্বতস্ফুর্তভাবে অংশগ্রহণ করে মমতার বিভিন্ন বিভাগ সমুহের কর্মকর্তা-কর্মীবৃন্দ। আলোচনার শেষে পিঠা উৎসবে অংশগ্রহণকারীদের মধ্যে বিজয়ী টীমসমুহের মাঝে পুরষ্কার বিতরণ করেন প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দ। প্রধান অতিথির বক্তব্যে লায়ন কোহিনুর কামাল এমজেএফ বলেন, আমাদের দেশীয় ঐতিহ্যের চর্চাসহ বাঙ্গালী সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ পিঠাপুলি। এই পিঠা উৎসবের আয়োজনের মাধ্যমে মমতা একটি সুন্দর সাংস্কৃতিক চর্চা বজায় রাখছে যা সত্যিকার অর্থেই প্রশংসনীয়।
সম্পাদক ও প্রকাশক : সাইফুল আলম সিদ্দিকী
সম্পাদকীয় ও বার্তা : ৩২১, নবাব সিরাজউদ্দৌলা সড়ক , দিদার মার্কেট, দেওয়ান বাজার, চট্টগ্রাম।
ফোন : +৮৮০২৩৩৩৫৪৪৫৮, মোবাইল : +৮৮০১৮৪২-৭৯৭৩১৫
Copyright © 2023 দৈনিক পূর্বতারা. All rights reserved.