চট্টগ্রাম নগরীর জিইসি মোড় এলাকায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নেতৃত্ব দিতে গিয়ে ২০২৪’র ৫ই আগস্ট’র দুপুরে মর্মান্তিকভাবে পুলিশের গুলিতে-গুরুতর আহত তানভীরুল ইসলাম’র সর্বশেষ শারীরিক সুস্থ্যতা ও চিকিৎসার খোঁজ খবর নিলেন ড্যাব নেতা, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপালের আবাসিক চিকিৎসক এস.এম. রিয়াসাদ সাহাবুদ্দিন, ড্যাব চমেক শাখার সহ-সাংগঠনিক সম্পাদক ডাঃ মেহেদী হাসান’র নেতৃত্বে এতে আরও উপস্থিত ছিলেন নারী ও শিশু অধিকার ফোরাম চট্টগ্রাম মহানগরের দপ্তর সাজ্জাদ হোসেন খান, নারী ও শিশু অধিকার ফোরাম সদস্য, ছাত্রনেতা মনির হোসেন আবির, ছাত্রনেতা রবিউল হোসেন সুমন, উজ্জ্বল চক্রবর্ত্তী প্রমুখ। উল্লেখ্য পুলিশের গুলি তানভীরের বুক দিয়ে ঢুকে কিডনী স্পর্শ করে মেরুদন্ডের নিচের হাঁড় ভেঙ্গে বেরিয়ে যায়। প্রথমে চট্টগ্রাম ও পরে ঢাকায় দীর্ঘসময় চিকিৎসার পর এখনও পরিপূর্ণ সুস্থ্য নয়। গুলিবিদ্ধ গুরুতর আহত তানভীরুল ইসলাম’র সাথে আসা উপস্থিত তাঁর সহযোদ্ধা ও সহপাঠিদের উদ্দেশ্যে ড্যাব-নারী ও শিশু অধিকার ফোরাম নেতৃবৃন্দ বলেন-আমরা যদি প্রতিটি নাগরিক ঐক্যবদ্ধ থাকি তাহলে দেশের সর্বসাধারণ মানুষের যে আশা ও প্রত্যাশা তা পূরণ করতে আগামীর বৈষম্যহীন নেতা বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান’র নেতৃত্বে সক্ষম হবো। তাই আমাদের ঐক্যবদ্ধ থাকার কোনও বিকল্প নেই। আমাদের বৈষম্যহীন সম্ভাবনাময় দেশ ও সমাজ গঠনে তারেক রহমান ইতিমধ্যে যুক্তি উপস্থাপন করেছেন, তার পরও বাইরেও অনেক কাজ করতে হবে। দেশে রাজনৈতিক মুক্তির পাশাপাশি সর্বসাধারণের অর্থনৈতিক মুক্তির পথও তৈরির উদ্যোগ গ্রহণ আমাদের কঠোর পরিশ্রমি হতে হবে সম্পূর্ণ বিনা সংকোচনে। সুস্থধারা মন মানসিকতা নিয়ে এগুতে হবে।
সম্পাদক ও প্রকাশক : সাইফুল আলম সিদ্দিকী
সম্পাদকীয় ও বার্তা : ৩২১, নবাব সিরাজউদ্দৌলা সড়ক , দিদার মার্কেট, দেওয়ান বাজার, চট্টগ্রাম।
ফোন : +৮৮০২৩৩৩৫৪৪৫৮, মোবাইল : +৮৮০১৮৪২-৭৯৭৩১৫
Copyright © 2023 দৈনিক পূর্বতারা. All rights reserved.