সাতকানিয়ার ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন প্রজন্ম রাইজিং স্টার ক্লাবের ৩ দশক ফূর্তি ও মহান বিজয়ের মাস উপলক্ষ্যে আয়োজিত তিন দিনব্যাপী বর্নাঢ্য ক্রীড়া উৎসব ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
২৬ থেকে ২৮ ডিসেম্বর সাতকানিয়া ১৬নং সদর ইউনিয়ন ৮নং ওয়ার্ডে খিতামুল্লাহ পাড়ার প্রজন্ম রাইজিং স্টার ক্লাবের অস্থায়ী মাঠে বর্নাঢ্য ক্রীড়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
ক্রিকেটে ফাইনাল খেলায় প্রতিদ্বন্দ্বিতা করেন QPS Blaster এবং Montasir Vikings। ১৬৭ রান এর টার্গেট এ মাঠে নেমে QPS Blaster ৫ উইকেটে বিজয় লাভ করেন।
ফাইনাল খেলায় ম্যান অফ দ্যা ম্যাচ ও ম্যান অফ দ্যা টুর্নামেন্ট QPS Blaster এর মোহাম্মদ রিয়াদ।
উক্ত ক্রীড়া অনুষ্ঠানে প্রজন্ম রাইজিং স্টার ক্লাবের সহ-সভাপতি আবু হানিফ ছায়েম এর সঞ্চালনায় এবং প্রজন্ম রাইজিং স্টার ক্লাব এর সভাপতি মামুনুর রশীদ (মামুন) এর সভাপতিত্ব অনুষ্ঠিত হয়।
সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সাতকানিয়া ১৬ নং সদর ইউনিয়ন সাবেক চেয়ারম্যান ও দক্ষিণ জেলা বিএনপির সাবেক সদস্য আলহাজ্ব মুজিবুর রহমান।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, খিতামুল্লাহ পাড়া সমাজ উন্নয়ন পরিষদ এর সভাপতি আলহাজ্ব শফি সওদাগর ও সাতকানিয়া সদর ইউনিয়ন পরিষদ ৮ নং ওয়ার্ড এর ইউপি সদস্য আব্দুর ছফুর।
স্বাগত বক্তব্য রাখেন, প্রজন্ম রাইজিং স্টার ক্লাব সাধারণ সম্পাদক নাহিদ হাসান রায়হান, বর্ণাঢ্য ক্রীড়া উৎসব-২০২৪ বাস্তবায়ন কমিটি আহবায়ক সালমান রহমান সাকিব, প্রজন্ম রাইজিং স্টার ক্লাব এর সাবেক সভাপতি ও স্থায়ী কমিটির সদস্য গিয়াস উদ্দিন আবিদ, খিতামুল্লাহ পাড়া সমাজ উন্নয়ন পরিষদ সাধারণ সম্পাদক আনোয়ারুল হক।
টাইটেল স্পন্সর ছিলেন শাহ জব্বারিয়া এন্টারপ্রাইজ।
প্রজন্ম রাইজিং স্টার ক্লাবের স্থায়ী কার্যালয় নির্মাণের জন্য জমি দানকারী মরহুম লাল মিয়া মাস্টারকে বিশেষ সম্মাননা স্বারক দেওয়া হয়। তার পক্ষ থেকে প্রজন্ম রাইজিং স্টার ক্লাব এর সাবেক সভাপতি ও স্থায়ী কমিটির সদস্য এহসান হাবীব ক্রেস্ট গ্রহণ করেন এবং মরহুম হাজী ইসমাইল এর পক্ষ থেকে প্রজন্ম রাইজিং স্টার ক্লাব উপদেষ্টা সাহাব উদ্দীন ক্রেস্ট গ্রহণ করেন।
খেলার বিজয়ী দলকে ট্রপি ও ৭০০০ টাকা প্রাইজ মানি এবং রানার্স আপ দলকে ট্রপি ও ৫০০০ টাকা প্রাইজ মানি দেওয়া হয়।
প্রজন্ম রাইজিং স্টার ক্লাব এর তিন দশক পূর্তি এবং মহান বিজয়ের মাস উপলক্ষ্যে আয়োজিত বর্ণাঢ্য ক্রীড়া উৎসব ২০২৪ ইং এর উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন, তামাকুমন্ডি লেইন বণিক সমিতি সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম দক্ষিন জেলা যুবদল সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ মোজাম্মেল হক।
২য় ম্যাচে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম রেয়াজউদ্দিন বাজার তামাকুমন্ডি লেইন বণিক সমিতি সভাপতি সরওয়ার কামাল, বিশেষ অতিথি ছিলেন, সাংবাদিক মোহাম্মদ নুরুল আলম চৌধুরী ও সাতকানিয়া ১৬ নং সদর ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির মাওলানা মাহমুদুল হক।
আরো উপস্থিত ছিলেন, তামাকুমন্ডি লেইন বণিক সমিতি প্রচার সম্পাদক মোঃ ওমর ফারুক।
ক্রিকেট খেলায় ৪টি দল অংশগ্রহণ করেন। দলগুলো হলো- QPS Blaster, Montasir Vikings, AM Night Riders ও Shah Jobbariya Super Sixers। তাদের মধ্যে থেকে ফাইনাল খেলেন, QPS Blaster ও Montasir Vikings
সন্ধ্যায় গারাংগিয়া মাদ্রাসা কালচারাল টীম স্বপ্নকুঁড়ি সাংস্কৃতিক সংসদ ইসলামিক গান ও কৌতুক পরিবেশন করেন।
সম্পাদক ও প্রকাশক : সাইফুল আলম সিদ্দিকী
সম্পাদকীয় ও বার্তা : ৩২১, নবাব সিরাজউদ্দৌলা সড়ক , দিদার মার্কেট, দেওয়ান বাজার, চট্টগ্রাম।
ফোন : +৮৮০২৩৩৩৫৪৪৫৮, মোবাইল : +৮৮০১৮৪২-৭৯৭৩১৫
Copyright © 2023 দৈনিক পূর্বতারা. All rights reserved.