লোহাগাড়া থেকে অপহৃত শিশু সাঈদ (৭) কে কক্সবাজার জেলার লিংক রোড এলাকা থেকে উদ্ধার করা হয়েছে। গত ২৯ ডিসেম্বর রাত সাড়ে ৩ টায় গোপন সংবাদের ভিত্তিতে লোহাগাড়া থানা ও কক্সবাজার সদর থানার পুলিশের যৌথ অভিযানে উল্লেখিত স্থান থেকে অপহরণকারী রিদোয়ানকে অপহৃত শিশুসহ আটক করে। অপহৃত শিশু সাঈদের বাড়ি উপজেলার আমিরাবাদ ইউনিয়নের ১নং ওয়ার্ডস্থ বাঁশখালীয়া পাড়ায় এবং অপহরণকারী রিদোয়ান কক্সবাজার জেলার উখিয়া উপজেলার বালুখালী রোহিঙ্গা ক্যাম্প ১৮, ব্লক কে/৯ এর আহমদ হোসন’র ছেলে। অপহৃত শিশু সাঈদের বাবা জানান, তিনি কৃষি কাজের জন্য দিনমুজুর হিসেবে উল্লেখিত অপহারণকারী রিদোয়ানকে বাড়িতে নিয়ে আসেন। সে সুবাদে বাড়ির পাশের একটি রুমে তাকে থাকতে দেয়া হয়। গত ২৮ ডিসেম্বর রাত আনুমানিক ৮টায় অপহারণকারী রিদোয়ান এবং অপহৃত শিশু সন্তান সাঈদকে নিয়ে পার্শ্ববর্তী চায়ের দোকানে নিয়ে যায়। ঘন্টার পর ঘন্টা অতিবাহিত হলেও তার শিশু সন্তানসহ রিদোয়ান ফিরে না আসায় তারা চিন্তিত হয়ে পড়েন। অবশেষে ২৯ ডিসেম্বর লোহাগাড়া থানায় একটি অভিযোগপত্র দায়ের করেন। অভিযোগপত্র পাওয়ার পর লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ আরিফুর রহমান সাঈদকে উদ্ধার করার জন্য তৎপরতা শুরু করে দেন। এরমধ্যে বিশেষ সংবাদের ভিত্তিতে থানা পুলিশ জানতে পারেন রিদোয়ান কক্সবাজার জেলার লিংক রোড এলাকায় অবস্থান করছে। পরে লোহাগাড়া থানা পুলিশ ও কক্সবাজার সদর থানা পুলিশের যৌথভাবে অভিযানে উল্লেখিত সময়ে অপহৃত শিশু উদ্ধারসহ অপহরণকারী রিদোয়ানকে আটক করেন। এ ব্যাপারে অপহরণকারী রিদোয়ানের বিরুদ্ধে থানায় সংশ্লিষ্ট আইনে একটি মামলা রুজু হয়েছে বলে ওসি আরিফুর রহমান জানিয়েছেন।
সম্পাদক ও প্রকাশক : সাইফুল আলম সিদ্দিকী
সম্পাদকীয় ও বার্তা : ৩২১, নবাব সিরাজউদ্দৌলা সড়ক , দিদার মার্কেট, দেওয়ান বাজার, চট্টগ্রাম।
ফোন : +৮৮০২৩৩৩৫৪৪৫৮, মোবাইল : +৮৮০১৮৪২-৭৯৭৩১৫
Copyright © 2023 দৈনিক পূর্বতারা. All rights reserved.