বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শূরার সদস্য ও চট্টগ্রাম মহানগরী জামায়াতের নায়েবে আমীর বিশিষ্ট পরিবেশবিদ মুহাম্মদ নজরুল ইসলাম বলেছেন, যেখানে যত বেশি বিপর্যয় এসেছে সেখানে দ্বীনের দাওয়াত আরো ব্যাপকতর হয়েছে। ফলে কোনো ষড়যন্ত্র ও রাজনৈতিক বাঁধা দেখে ভয় পাওয়া বা হতাশ হওয়া অথবা কাজ কমিয়ে দেয়া ইসলামী আন্দোলনের কর্মীদের জন্য উচিৎ নয়। জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের দুর্বল অসহায় মানুষের পাশে দাঁড়াতে হবে। কোন ভয়-ভীতির তোয়াক্কা না করে সংগঠনের কাজকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে। আল্লাহর দ্বীনকে বিজয়ী করতে ইসলামী আন্দোলনের কর্মীদের সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতে হবে। আমাদের দাওয়াত হচ্ছে মহান আল্লাহ রাব্বুল আলামিনকে এক রব এবং রাসূলকে (সা) আমাদের নেতা মানার দাওয়াত। কুরআন ও সুন্নাহ’র আলোকে বাংলাদেশে একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার মহান স্বপ্ন নিয়ে জামায়াত কাজ করছে। ইনশাআল্লাহ আমরা এই কাজে একদিন সফল হব।
সদরঘাট থানা জামায়াতের ৩০ নম্বর পূর্ব মাদাবাড়ী ওয়ার্ড এর উদ্যোগে বাছাইকরা কর্মীদের শিক্ষাশিবিরে প্রদান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানের শুরুতে দরস পেশ করেন ২৯ নম্বর ওয়ার্ড জামায়াতের বায়তুল মাল সেক্রেটারি মুহাম্মদ আহসান।
ওয়ার্ড আমীর হারুন অর রশিদ দিদারের সভাপতিত্বে ওয়ার্ড সেক্রেটারি কাউসার নেওয়াজ রাজীর পরিচালনায় শিক্ষাশিবিরে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর ঘাট থানার আমীর মুহাম্মদ আবদুল গফুর। উপস্থিত ছিলেন ৩০ নম্বর ওয়ার্ডের এসিস্ট্যান্ট সেক্রেটারি মুহাম্মদ আতিক উল্লাহ, কাউন্সিলর প্রার্থী ও বিশিষ্ট সমাজ সেবক মুহাম্মদ আবুল মনসুর প্রমুখ।
ক্যাপশন: সদরঘাট ৩০ নম্বর পূর্ব মাদারবাড়ী ওয়ার্ড জামায়াতের কর্মী শিক্ষাশিবিরে প্রধান অতিথির বক্তব্য রাখছেন মুহাম্মদ নজরুল ইসলাম।
সম্পাদক ও প্রকাশক : সাইফুল আলম সিদ্দিকী
সম্পাদকীয় ও বার্তা : ৩২১, নবাব সিরাজউদ্দৌলা সড়ক , দিদার মার্কেট, দেওয়ান বাজার, চট্টগ্রাম।
ফোন : +৮৮০২৩৩৩৫৪৪৫৮, মোবাইল : +৮৮০১৮৪২-৭৯৭৩১৫
Copyright © 2023 দৈনিক পূর্বতারা. All rights reserved.