বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, সকলের সমন্বিত প্রচেষ্টায় আন্দোলনের মাধ্যমে আমরা স্বৈরাচার সরকারকে পরাজিত করেছি। বাংলাদেশ কে নিয়ে জনগণের যে প্রত্যাশা ও আকাঙ্খা সৃষ্টি হয়েছে তা বাস্তবায়নে প্রয়োজন একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন। বিএনপি সরকার গঠন করলে জনগণের প্রত্যাশাগুলো আমরা পূরণ করতে পারবো। দেশী-বিদেশী ষড়যন্ত্রকারীদের ষড়যন্ত্র ও চক্রান্ত থেমে নেই। সে ব্যাপারে সজাগ থাকতে হবে। ষড়যন্ত্র মোকাবেলায় ভেদাভেদ ভুলে সর্বস্তরের নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থাকতে হবে। জনগণের অধিকার প্রতিষ্ঠায় লড়াই করেছি চুড়ান্ত বিজয় হবে আমাদের। সে পর্যন্ত সবাইকে ধৈর্য্য ধারণ করতে হবে।
তিনি আরোও বলেন, রাষ্ট্র মেরামতে সংস্কার প্রয়োজন তবে তা হতে হবে সংসদে। জনগণের আস্থা ,সমর্থন ও মেন্ডেট নিয়ে। জনগণের নির্বাচিত সংসদ সে সংস্কারগুলো বাস্তবায়ন করবে। রাষ্ট্র মেরামতে অনেক আগেই আমরা ৩১দফা প্রস্তাবনা দিয়েছি। সে লক্ষ্যে আমরা কাজ করছি। জনগণের দ্বারে দ্বারে যাচ্ছি। নির্বাচিত সরকারের মাধ্যমে আমরা ৩১দফা বাস্তবায়ন করবো এবং জনগণের কাছে দেওয়া প্রতিজ্ঞা পূরণ করবো।
২৬ ডিসেম্বর (বৃহস্পতিবার) দুপুর ১২টায় চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক আহবায়ক আবু সুফিয়ান এর দলীয় স্থগিতাদেশ প্রত্যাহারে বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের সাথে শুভেচ্ছা বিনিময় ও সৌজন্য সাক্ষাৎকালে তিনি এসব কথা বলেন।
এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক আহবায়ক আবু সুফিয়ান, চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক ইসকান্দর মির্জা, আনোয়ার হোসেন লিপু, সাবেক সহ-সভাপতি মাহবুবুল আলম, নাজিম উদ্দিন আহমেদ, মঞ্জুর আলম মঞ্জু, মো. বকতেয়ার, মঞ্জুর আলম মঞ্জু, জসিম উদ্দিন, চান্দগাঁও থানা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন ভুঁইয়া, ৭নং পশ্চিম ষোলশহর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মো. আসলাম, হাজী ইলিয়াছ, হাজী ইলিয়াছ শেকু, মুহাম্মদ হাসান লিটন, মো. হারুন সও., হাজী আবু বক্কর, ইঞ্জি. ইলিয়াছ, এম. আবু বক্কর রাজু, সালামত আলী, নুরনবী, মনছুর আলম, নাছির উদ্দিন, মো. আলমগীর, আব্দুল নবী, মো. আলম, সাইদুল ইসলাম, দানু সও., আকতার হোসেন, ইসকান্দর হোসেন, আব্দুল হক মাসুদ, ফরিদ আহমদ, মো. আলম, সাজিদ হাসান রনি, দিদার হোসেন, আলমগীর টিটু, সিরাজুল ইসলাম ইকবাল, আনিসুজ্জামান, জসিম উদ্দিন, ইব্রাহিম, শহীদুল ইসলাম, মো. রাশেদ, হোসেন মো. মাসুম, মনছুর উদ্দিন, নাজিম উদ্দিন, জাবেদ, সাইফুল প্রমুখ।
সম্পাদক ও প্রকাশক : সাইফুল আলম সিদ্দিকী
সম্পাদকীয় ও বার্তা : ৩২১, নবাব সিরাজউদ্দৌলা সড়ক , দিদার মার্কেট, দেওয়ান বাজার, চট্টগ্রাম।
ফোন : +৮৮০২৩৩৩৫৪৪৫৮, মোবাইল : +৮৮০১৮৪২-৭৯৭৩১৫
Copyright © 2023 দৈনিক পূর্বতারা. All rights reserved.