১৬ই ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে চট্টগ্রাম মহানগর শ্রমিকদলের উদ্যোগে এক বিজয় র্যালী নগরীর আগ্রাবাদস্থ বাদামতলী মোড়ে অনুষ্ঠিত হয়। উক্ত র্যালীটি নগরের গুরুত্বপূর্ণ সড়ক পদক্ষিণ করে পুনরায় বাদামতলী মোড়ে এসে চট্টগ্রাম মহানগর শ্রমিক দল নেতা তৌসিফ উদ্দিন সোহাগের সভাপতিত্বে এবং ডবলমুরিং থানা শ্রমিকদল নেতা জুবায়ের হোসেনের সঞ্চালনায় সমাবেশ অনুষ্ঠিত হয়। উক্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপি’র সহ-সাধারণ সম্পাদক মাহাবুবুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সাবেক সহ সাধারণ সম্পাদক রিদওয়ানুল হক রিয়াদ। এ সময় আরো উপস্থিত ছিলেন সদরঘাট থানা যুবদল নেতা ইকবাল হোসেন ফরিদ, ২৮নং ওয়ার্ড শ্রমিকদলের সহ-সভাপতি মোঃ জামাল, সিএনজি অটোরিকশা শ্রমিক দলের সভাপতি মোহাম্মদ রাকিব, সিএনজি ও অটোরিকশা শ্রমিক দল চানগাঁও থানা সভাপতি মোঃ সুমন, সদরঘাট থানা সিএনজি ও অটো রিক্সা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক নজির আহমেদ, যুবদল নেতা সানি ইমন, হাশেম, ২৪নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দল নেতা শিপন, হৃদয়, সাকিব, জাহেদ প্রমুখ।
সম্পাদক ও প্রকাশক : সাইফুল আলম সিদ্দিকী
সম্পাদকীয় ও বার্তা : ৩২১, নবাব সিরাজউদ্দৌলা সড়ক , দিদার মার্কেট, দেওয়ান বাজার, চট্টগ্রাম।
ফোন : +৮৮০২৩৩৩৫৪৪৫৮, মোবাইল : +৮৮০১৮৪২-৭৯৭৩১৫
Copyright © 2023 দৈনিক পূর্বতারা. All rights reserved.