চট্টগ্রাম সিটি কর্পোরেশনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যা’র নেতৃত্বে নগরীতে মঙ্গলবার সকালে ভেজাল বিরোধী অভিযান পরিচালিত হয়। অভিযানকালে আগ্রাবাদ সিডিএ সংযোগ সড়কে ওয়াসি ফুডকে অস্বাস্থ্যকর, নোংরা পরিবেশ ও পঁচা ডিম দিয়ে কেক তৈরি করা, মেয়াদ বিহীন ফ্লেভার ব্যবহার এবং ট্রেড লাইসেন্স হাল নাগাদ নবায়ন না করার অপরাধে ২০হাজার টাকা।
এছাড়াও বড়পোল মোড়ের নবাব রেস্তোরাকে নোংরা ও অপরিচ্ছন্ন রান্নাঘর, খাবারে রাসায়নিক ব্যবহার এবং বিরানীর ডেকচি ফুটপাতে রাখার অপরাধে ২০ হাজার টাকা সহ মাশরুর অয়েল মিলসকে অস্বাস্থ্যকর পরিবেশে সরিষার তৈল প্রস্তুুত করার অপরাধে ৫ হাজার টাকাসহ সর্বমোট ৪৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
অভিযানকালে সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা-কর্মচারী, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ ম্যাজিস্ট্রেট কে সহায়তা প্রদান করেন।
সম্পাদক ও প্রকাশক : সাইফুল আলম সিদ্দিকী
সম্পাদকীয় ও বার্তা : ৩২১, নবাব সিরাজউদ্দৌলা সড়ক , দিদার মার্কেট, দেওয়ান বাজার, চট্টগ্রাম।
ফোন : +৮৮০২৩৩৩৫৪৪৫৮, মোবাইল : +৮৮০১৮৪২-৭৯৭৩১৫
Copyright © 2023 দৈনিক পূর্বতারা. All rights reserved.