ভারতের ত্রিপুরার রাজধানী আগরতলায় বাংলাদেশের সহকারী হাই কমিশন প্রাঙ্গণে ঢুকে হামলার খবরে বিক্ষোভের ডাক দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ।
সোমবার রাত ৯টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য থেকে বিক্ষোভ মিছিল করার কথা সন্ধ্যা ৬টায় নিজের ফেইসবুক পেইজে ঘোষণা দিয়েছেন তিনি।
আগরতলায় সহকারী হাই কমিশন প্রাঙ্গণে ঢুকে দুপুরের দিকে হামলা চালানোর খবর দিয়েছে ভারতের বিভিন্ন সংবাদমাধ্যম ও বিবিসি বাংলা। সেখানে পতাকার পোল ভেঙে বাংলাদেশের জাতীয় পতাকা নামিয়ে ফেলার ঘটনাও ঘটেছে বলে সংবাদমাধ্যমগুলো জানিয়েছে। পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা পরে বিক্ষোভকারীদের সরিয়ে দেয়।
‘হিন্দু সংঘর্ষ সমিতি’ নামের ডানপন্থী একটি সংগঠনের আহ্বানে হাই কমিশনে ব্যাপক বিক্ষোভের পর হামলা চালানো হয় বলে ভারতের উত্তর-পূর্বাঞ্চলের কয়েকটি সংবাদমাধ্যম জানিয়েছে। ঘটনাটিকে ‘দুঃখজনক’ বলেছে ভারত সরকার।
বাংলাদেশ সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাশ ব্রহ্মচারীকে গ্রেপ্তার ও কারাগারে পাঠানোর নিন্দা জানিয়ে ওই বিক্ষোভ হয়।
এ ঘটনার পরে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এ বিষয়ক বিবৃতিতে বলা হয়, আগরতলায় বাংলাদেশ সহকারী হাই কমিশন প্রাঙ্গণে ঢুকে পড়ার ঘটনা ‘গভীর দুঃখজনক’।
“কোনো অবস্থাতেই কূটনৈতিক ও কনস্যুলার স্থাপনাকে লক্ষ্যবস্তু করা উচিত নয়। নয়া দিল্লিতে বাংলাদেশ হাই কমিশন ও দেশের অন্যত্র উপ বা সহকারী হাই কমিশনগুলোর নিরাপত্তা বাড়াচ্ছে সরকার।”
সম্পাদক ও প্রকাশক : সাইফুল আলম সিদ্দিকী
সম্পাদকীয় ও বার্তা : ৩২১, নবাব সিরাজউদ্দৌলা সড়ক , দিদার মার্কেট, দেওয়ান বাজার, চট্টগ্রাম।
ফোন : +৮৮০২৩৩৩৫৪৪৫৮, মোবাইল : +৮৮০১৮৪২-৭৯৭৩১৫
Copyright © 2023 দৈনিক পূর্বতারা. All rights reserved.