ইউক্রেনের সামরিক বাহিনী বৃহস্পতিবার ক্ষেপণাস্ত্র হুমকির কারণে সারা দেশে এক বিমান হামলার সতর্কতা ঘোষণা করেছে। বিভিন্ন অঞ্চলকে লক্ষ্য করে অভ্যন্তরীণ ক্ষেপণাস্ত্র হামলার হুমকির খবর জানিয়েছে।
কিয়েভ থেকে এএফপি জানায়, ইউক্রেনের বিমান বাহিনী টেলিগ্রামে এক বার্তায় বলেছে, ‘একটি ক্ষেপণাস্ত্র হুমকির কারণে ইউক্রেনের সমস্ত ভূখণ্ডে বিমান হামলার সতর্কতা ঘোষণা করা হয়েছে।’ অন্যান্য বার্তায় আরো বলেছে, মিকোলাইভ, কিরোভোগ্রাদ এবং ওডেসা অঞ্চলের দিকে ক্ষেপণাস্ত্র সনাক্ত করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক : সাইফুল আলম সিদ্দিকী
সম্পাদকীয় ও বার্তা : ৩২১, নবাব সিরাজউদ্দৌলা সড়ক , দিদার মার্কেট, দেওয়ান বাজার, চট্টগ্রাম।
ফোন : +৮৮০২৩৩৩৫৪৪৫৮, মোবাইল : +৮৮০১৮৪২-৭৯৭৩১৫
Copyright © 2023 দৈনিক পূর্বতারা. All rights reserved.