রিয়ালকে হারিয়ে শীর্ষস্থান দখল করলো লিভারপুল

একমাত্র দল হিসেবে চ্যাম্পিয়ন্স লিগের এবারের মৌসুমে পাঁচ ম্যাচে শতভাগ জয় ধরে রেখেছে লিভারপুল। বুধবার বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদকে ২-০ গোলে পরাজিত করে টেবিলের শীর্ষস্থানে আবারো ফিরে এসেছে অল রেডসরা। দিনের আরেক ম্যাচে জয়ী হয়েছে গত আসরের রানার্স-আপ বরুসিয়া ডর্টমুন্ড।

এ্যানফিল্ডে রিয়াল লিভারপুলের বিপক্ষে আট ম্যাচে অপরাজিত থাকার লক্ষ্য নিয়েই মাঠে নেমেছিল। কিন্তু আর্নে স্লটের দল একটু বেশী শক্তিশালী ভূমিকা রেখেছে। এ্যালেক্সিস ম্যাকএ্যালিস্টারের গোলে দ্বিতীয়ার্ধের শুরুতেই এগিয়ে যায় স্বাগতিকরা। ৬১ মিনিটে পেনাল্টি স্পট থেকে সমতা ফেরানোর সুযোগ নষ্ট করেন কিলিয়ান এমবাপ্পে। তার শটটি রুখে দেন লিভারপুল গোলরক্ষক কাওমিহিন কেলেহার। ৭০ মিনিটে মোহাম্মদ সালাহও পেনাল্টি স্পট থেকে গোল করতে পারেননি। ৭৬ মিনিটে কোডি গাকপো অবশ্য আর কোন ভুল করেননি। বদলী বেঞ্চ থেকে উঠে আসা এই ডাচ স্ট্রাইকারের গোলে লিভারপুলের জয় নিশ্চিত হয়।

চ্যাম্পিয়ন্স লিগের নতুন ফর্মেটে এ পর্যন্ত একমাত্র দল হিসেবে সবকটি ম্যাচে জয়ী হয়েছে স্লটের দল। একইসাথে ফেব্রুয়ারিতে অন্তত নক আউট পর্বের প্লে-অফে খেলা নিশ্চিত করেছে লিভারপুল।

পাঁচ ম্যাচে রিয়াল এনিয়ে তিনটিতে পরাজিত হয়েছে। এই মুহূর্তে ছয় পয়েন্ট নিয়ে টেবিলের ২৪তম স্থানে রয়েছে। নব আউট পর্বের জন্য এটাই সর্বনিম্ন স্থান।

মাদ্রিদ কোচ কার্লো আনচেলত্তি ফরাসি তারকা এমবাপ্পে প্রসঙ্গে বলেছেন, ‘এটা এমবাপ্পের জন্য সত্যিই দারুন কঠিন মুহূর্ত। আমাদের তাকে সহযোগিতা করতে হবে ও ভালবাসা দিতে হবে।’
১৩ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে আছে ইন্টার মিলান। এক পয়েন্ট পিছিয়ে তার পরের স্থানগুলোতে রয়েছে যথাক্রমে বার্সেলোনা ও ডর্টমুন্ড। ক্রোয়েশিয়ায় ডিনামো জাগ্রেবকে ৩-০ গোলে বিধ্বস্ত করেছে ডর্টমুন্ড।

ইংলিশ তরুণ তুর্কি জেমি গিটেন্সের দুর্দান্ত গোলে প্রথমার্ধে লিড পায় ডর্টমুন্ড। ৫৬ মিনিটে ব্যবধান দ্বিগুন করেন রেমি বেনসেবাইনি। সেরেহু গুইরাসির শেষ মুহূর্তের গোলে ব্যবধান বড় হয়েছে।

টানা তিন জয় দিয়ে চ্যাম্পিয়ন্স লিগ শুরু করা এ্যাস্টন ভিলা গতকাল জুভেন্টাসের সাথে গোলশুন্য ড্র করেছে। সব ধরনের প্রতিযোগিতায় শেষ ছয় ম্যাচে তারা জয়বিহীন রয়েছে।

স্টপেজ টাইমে মরগান রজার্সের একটি গোল জুভেন্টাস গোলরক্ষক মাইকেল ডি গ্রেগোরিওকে ফাউল করার কারনে বাতিল হয়ে গেলে ইংলিশ ক্লাবটিকে হতাশ হতে হয়।

গ্রুপ পর্বে আর মাত্র তিনটি করে ম্যাচ বাকি রয়েছে। এই মুহূর্তে সাতটি দল ১০ পয়েন্ট করে নিয়ে টেবিলের ষষ্ঠ স্থান থেকে ১২তম স্থানে রয়েছে, যার মধ্যে ভিলাও রয়েছে।

ঘরের মাঠে নাটকীয় ম্যাচে বেনফিকার সাথে ৩-২ গোলে পরাজিত হয়ে শীর্ষ আটে জায়গা শক্তিশালী করার সুযোগ হারিয়েছে মোনাকো।

এখনো জয় না পাওয়া বোলোনিয়াকে ২-১ গোলে পরাজিত করে লিলি অন্তত প্লে-অফে খেলার স্বপ্ন টিকিয়ে রেখেছে।

গ্লাসগোতে ১-১ গোলে ড্র করে সেল্টিক ও ক্লাব ব্রাগও প্লে-অফের স্বপ্ন ধরে রেখেছে।