সেন্টমার্টিনের অদূরে বঙ্গোপসাগরে মিয়ানমারের অংশে মাছ শিকারের সময় দেশটির নৌবাহিনীর গুলিতে এক বাংলাদেশি জেলে আহত হয়েছে বলে জানা গেছে।
আহত জেলে মোহাম্মদ এরশাদ (৪০) সেন্টমার্টিন গলাচিপার বসবাসকারী। তবে তার গ্রামের বাড়ি খাগড়াছড়ি।
বুধবার (২৭ নভেম্বর) দুপুরের দিকে সেন্টমার্টিন দক্ষিণ পূর্বে বঙ্গোপসারে এ ঘটনা ঘটে।
এসব তথ্য নিশ্চিত করে সেন্টমার্টিনের ইউপি সদস্য মো. সৈয়দ আলম বলেন, দ্বীপের আলী জোহারের মালিকানাধীন ট্রলারে ছয় জেলে সাগরে মাছ শিকারে যায়। এসময় সেন্টমার্টিন দক্ষিণ পূর্বে বঙ্গোপসাগরের মিয়ানমারের অংশে দেশটির নৌবাহিনীর সদস্যরা জেলেদের ধাওয়া করে। একপর্যায়ে জেলেদের গুলি চালায়। এতে এক জেলে গুলিবিদ্ধ হন।
দ্বীপের বাসিন্দা ট্রলারের নেজাম উদ্দিন জানান, সেন্টমার্টিন সংলগ্ন সাগরে মাছ শিকারকালে মিয়ানমার নৌবাহিনীর একটি জাহাজ থেকে জেলেদের উপর গুলি চালায়। এতে এক জেলে গুলিবিদ্ধ হয়েছেন। তার ডান হাতে গুলি লাগে।
এ বিষয়ে টেকনাফ-২ বিজিবি ব্যাটালিয়নের (ভারপ্রাপ্ত) অধিনায়ক মেজর মোহাম্মদ ইশতিয়াক মুর্শেদ বলেন, সাগরে মাছ শিকারের সময় ভুলক্রমে জেলেকে গুলি করে। পরে তারা আহত জেলেকে চিকিৎসা দিয়ে ফেরত পাঠিয়ে দেয় বলে বিষয়টি জেনেছি। তবুও বিষয়টি আমরা আরো খোঁজ-খবর নিচ্ছি।
সম্পাদক ও প্রকাশক : সাইফুল আলম সিদ্দিকী
সম্পাদকীয় ও বার্তা : ৩২১, নবাব সিরাজউদ্দৌলা সড়ক , দিদার মার্কেট, দেওয়ান বাজার, চট্টগ্রাম।
ফোন : +৮৮০২৩৩৩৫৪৪৫৮, মোবাইল : +৮৮০১৮৪২-৭৯৭৩১৫
Copyright © 2023 দৈনিক পূর্বতারা. All rights reserved.