বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে অবিলম্বে নিঃশর্ত মুক্তি দেওয়ার দাবি জানিয়েছেন ভারতের পশ্চিমবঙ্গের বিরোধী দলীয় নেতা শুভেন্দু অধিকারী। তা না হলে বাংলাদেশের ভিসা বাতিলের দাবিতে কেন্দ্রের কাছে পশ্চিমবঙ্গ বিজেপি আর্জি জানাবে বলে ঘোষণা দিয়েছেন তিনি।
আজ (বুধবার) শুভেন্দুর নেতৃত্বে বিজেপি বিধায়করা বাংলাদেশ হাই কমিশনারের অফিস ঘেরাও করেন। সেখানে শুভেন্দু বলেন, "এর আগেও বাংলাদেশের অনেক সরকারকে দেখেছি। তবে এই রকমের ভারতবিরোধী আচরণ, হিন্দুদের ওপর নির্যাতন আগের কোনও সরকারকে করতে দেখিনি।"
ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর পাশে থাকার ঘোষণা দিয়ে শুভেন্দু বলেন, "উনি কোনও অন্যায় করেনি। মিথ্যা কেসে ফাঁসিয়েছে ইউনুসের 'তালিবান' সরকার। তারই প্রতিবাদে বাংলাদেশ হাই কমিশনারের অফিসে দাবি জানিয়ে গেলাম।"
এরপরই শুভেন্দু বলেন, "প্রযোজনে একদিন অপেক্ষা করে ভিসা দফতরে যাব। কেন্দ্রকে বলব, এরকম চলতে থাকলে বাংলাদেশের ভিসা বন্ধ করে দিন। বাকিটা আমরা সীমান্তে বুঝে নেব।"
এদিকে, তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ও নতুন জাতীয় মুখপাত্র অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন, “বাংলাদেশে যা ঘটছে তা নিন্দনীয় ও সত্যিই দুর্ভাগ্যজনক। বাংলাদেশে চলতি পরিস্থিতি নিয়ে ভারতের অবস্থান কী হবে তা দিল্লির সরকার স্থির করবে। মানুষ তাদের সেজন্য জনাদেশ দিয়েছে। এটা আন্তর্জাতিক বিষয়। সুতরাং এ ব্যাপারে নয়াদিল্লি তথা বিদেশ মন্ত্রক যে অবস্থান নেবে যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থায় সেটাই তৃণমূলের অবস্থান হবে।"
এর আগে গতকাল এক বিবৃতিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বাংলাদেশ সম্মিলিত সনাতন জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতার এবং জামিন আবেদন নাকচ করায় ভারত উদ্বিগ্ন। বাংলাদেশে হিন্দু ও অন্যান্য সংখ্যালঘুদের ওপর একাধিক হামলার পর এ ঘটনা ঘটেছে। দেশটিতে সংখ্যালঘুদের বাড়িঘর ও ব্যবসাপ্রতিষ্ঠানে অগ্নিসংযোগ ও লুটপাট এবং দেবতার অবমাননা ও মন্দিরে চুরি-ভাঙচুরের একাধিক নথিভুক্ত ঘটনা রয়েছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।
খবর:পার্সটুডে
সম্পাদক ও প্রকাশক : সাইফুল আলম সিদ্দিকী
সম্পাদকীয় ও বার্তা : ৩২১, নবাব সিরাজউদ্দৌলা সড়ক , দিদার মার্কেট, দেওয়ান বাজার, চট্টগ্রাম।
ফোন : +৮৮০২৩৩৩৫৪৪৫৮, মোবাইল : +৮৮০১৮৪২-৭৯৭৩১৫
Copyright © 2023 দৈনিক পূর্বতারা. All rights reserved.