কাতার প্রবাসীদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে টেলিমেডিসিন সেবা চালু নিয়ে কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন এশিয়ান হেলথ কেয়ার গ্রুপের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার সালাউদ্দীন আলী। প্রবাসী বাংলাদেশিদের অনলাইনে স্বাস্থ্য সেবা দিতে নতুন একটি প্ল্যাটফর্ম তৈরি করেছে বাংলাদেশি প্রতিষ্ঠান এশিয়ান হেলথ কেয়ার গ্রুপের সিস্টার কনসার্ন এশিয়ান স্পেশালাইজড হসপিটাল। বাংলাভাষী চিকিৎসকরা প্রবাসী কর্মীদের স্বাস্থ্য বিষয়ে এই প্ল্যাটফর্মে পরামর্শ দিবেন। কাতারের স্থানীয় সময় বৃহস্পতিবার (২১ নভেম্বর) দোহা আল হেলাল বাংলাদেশ দূতাবাসে কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোঃ নজরুল ইসলাম এর সাথে এই কার্যক্রম বিষয়ে বিস্তারিত তুলে ধরেন এশিয়ান হেলথ কেয়ার গ্রুপের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান এন্ড এশিয়ান স্পেশালাইজড হসপিটালের ম্যানেজিং ডিরেক্টর ইঞ্জিনিয়ার সালাউদ্দীন আলী। এশিয়ান হেলথ কেয়ার গ্রুপের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার সালাউদ্দীন আলী জানান, কাতার সহ বিশ্বের নানা প্রান্তে থাকা সুবিধাবঞ্চিত প্রবাসী বাংলাদেশি কর্মীদের স্বাস্থ্যসেবা নিশ্চিতে চালু করা হচ্ছে চিকিৎসা বিষয়ক অনলাইন ক্লিনিক প্ল্যাটফর্ম সহ প্রতিটি দেশে একটি করে কমিনিউটি ক্লিনিক। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে আরও জানানো হয়, এশিয়ান স্পেশালাইজড হসপিটাল বিশ্বের প্রথম মাল্টিরিজিওনাল ভিডিও কলসেন্টার সেবা, যেখানে ১০০ বেশি চিকিৎসা সংক্রান্ত তথ্য সম্বলিত পাতা ও বিশ্বের বিভিন্ন দেশের চিকিৎসকরা রয়েছেন। আর এই সুবিধা পাবেন মধ্যপ্রাচ্য সহ বিশ্বের নানা প্রান্তে থাকা প্রবাসী বাংলাদেশিরাও। তিনি আরও বলেন, বিদেশে বসবাসরত যেসব বাংলাদেশিরা বিভিন্ন ডরমেটরিতে আছেন, তারা যদি চান টেলিভিশনের মাধ্যমে টেলিমেডিসিন সেবাটি পেতে তাহলে তারা বিনামূল্যে সেবাটির জন্য আবেদন করতে পারবেন। আমাদের পক্ষ থেকে তাদের হলরুমে একটি টেলিভিশন মনিটর স্থাপন করা হবে, যার মাধ্যমে তারা টেলিমেডিসিন সেবা গ্রহণ করতে পারবেন। বাংলাদেশ হাইকমিশনের প্রকাশিত তথ্যে আমরা দেখেছি যে, প্রায় চার লক্ষ বাংলাদেশি কর্মী কাতারে কর্মরত আছেন। যারা প্রতিবছর প্রচুর রেমিট্যান্স দেশে পাঠান। বাংলাদেশের গার্মেন্টস ইন্ডাস্ট্রির পরেই এই খাতের অবস্থান। তাই দেশের অর্থনীতিতে অবদান রাখা এই মানুষদের প্রতি কৃতজ্ঞতা স্বরূপ এই সেবা চালু করা হয়েছে। প্রবাসীরা আমাদের অ্যাপ ব্যবহারকরে এখন থেকে প্রবাসে বসেই অনলাইনে ডাক্তার দেখাতে পারবেন সহজে। অনলাইনে দ্রুত এবং সাশ্রয়ী মূল্যে ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবেন প্রবাসীরা। আর ডাক্তার এবং বিশেষজ্ঞরা বাংলাদেশি হওয়ায় প্রবাসী কর্মীগণ বিদেশে বসেও বাংলায় স্বাস্থ্যসেবা গ্রহণ করতে পারবেন। স্বাস্থ্যসেবার এই অনলাইন প্লাটফর্ম সম্পর্কে সালাউদ্দীন আলী বলেন, যে সব বাংলাদেশি চিকিৎসক এবং স্বেচ্ছাসেবকরা এই প্লাটফর্মের বাস্তবায়নে এগিয়ে এসেছেন, আমি তাদের আন্তরিক ধন্যবাদ জানাতে চাই। আমি আরও ধন্যবাদ জানাতে চাই, যারা বাংলা ভাষায় এই টেলিমেডিসিন সেবা দিতে আমাদের সমৃদ্ধ করেছেন।
সম্পাদক ও প্রকাশক : সাইফুল আলম সিদ্দিকী
সম্পাদকীয় ও বার্তা : ৩২১, নবাব সিরাজউদ্দৌলা সড়ক , দিদার মার্কেট, দেওয়ান বাজার, চট্টগ্রাম।
ফোন : +৮৮০২৩৩৩৫৪৪৫৮, মোবাইল : +৮৮০১৮৪২-৭৯৭৩১৫
Copyright © 2023 দৈনিক পূর্বতারা. All rights reserved.