চান্দগাঁও থানার অফিসার ইনচার্জ আফতাব উদ্দিনের নেতৃত্বে গতকাল বিকালে গোপন সংবাদের ভিত্তিতে সাতক্ষীরা সদর থানাধীন কামালনগর এলাকায় অভিযান পরিচালনা করে চান্দগাঁও থানায় ৫টি হত্যা মামলাসহ সর্বমোট ১৯টি মামলার আসামি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্রদেরকে গুলি করে হত্যাকারী পেশাদার অস্ত্রধারী সন্ত্রাসী তৌহিদুল ইসলাম প্রকাশ হরি তৌহিদ প্র ফরিদকে গ্রেফতার করা হয়।
শনিবার (২৩ নভেম্বর) দুপুরে চট্টগ্রাম মহানগর পুলিশ (সিএমপি) কমিশনারের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান উপ-কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন্স) মো. রইছ উদ্দিন।
তিনি জানান, গ্রেফতারের পর তাকে জিজ্ঞাসাবাদ করা হলে সে গুলি করে হত্যা করার কথা স্বীকার করে। সে জানায়, গত ৫ আগস্ট সে একাই ২৮ রাউন্ড গুলি করে ছাত্রজনতার উপরে নৃশংস হামলা চালায়।
সম্পাদক ও প্রকাশক : সাইফুল আলম সিদ্দিকী
সম্পাদকীয় ও বার্তা : ৩২১, নবাব সিরাজউদ্দৌলা সড়ক , দিদার মার্কেট, দেওয়ান বাজার, চট্টগ্রাম।
ফোন : +৮৮০২৩৩৩৫৪৪৫৮, মোবাইল : +৮৮০১৮৪২-৭৯৭৩১৫
Copyright © 2023 দৈনিক পূর্বতারা. All rights reserved.