এবার বিশ্বের অন্যতম শীর্ষ ধনী ভারতীয় আদানি গ্রুপের চেয়ারপারসন গৌতম আদানির গ্রেপ্তারির দাবিতে সরব হলেন ভারতীয় কংগ্রেস নেতা রাহুল গান্ধী। মার্কিন বিচার বিভাগের তরফ থেকে ঘুষকাণ্ডে অভিযুক্ত করা হয়েছে গৌতম আদানিকে। এই আবহে ভারতে গৌতম আদানিকে গ্রেপ্তারের দাবি জানালেন রাহুল গান্ধী।
বৃহস্পতিবার (২১ নভেম্বর) দুপুরে এক সংবাদ সম্মেলনে তিনি এই দাবি জানান। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে অভিযোগ তুলে রাহুল বলেন, আদানিকে সুরক্ষা দিচ্ছেন স্বয়ং প্রধানমন্ত্রী।
বুধবার (২০ নভেম্বর) যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ফেডারেল কৌঁসুলিরা গৌতম আদানি ও তার কয়েকজন সহযোগীকে ঘুষকাণ্ডে অভিযুক্ত করেন। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রে গৌতম আদানিসহ সাতজনের বিরুদ্ধে কোটি কোটি টাকার ঘুষ এবং আর্থিক কেলেঙ্কারির অভিযোগ উঠেছে। অভিযোগ ঘিরে শোরগোল শুরু হতেই বৃহস্পতিবার দুপুরে সংবাদমাধ্যমের মুখোমুখি হন রাহুল।
সংবাদ সম্মেলনে নরেন্দ্র মোদি ও আদানিকে কার্যত এক আসনে বসিয়ে আক্রমণ করেন লোকসভার বিরোধীয় এই নেতা। তিনি বলেন, মোদি এবং আদানি দু’জনেই দুর্নীতিগ্রস্ত। আজই আদানিকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করা উচিত। কিন্তু আদানিকে গ্রেপ্তার করার ক্ষমতা প্রধানমন্ত্রীর নেই। কারণ উনি নিজেই আদানির দ্বারা নিয়ন্ত্রিত হন। বিষয়টি নিয়ে আসন্ন শীতকালীন অধিবেশনে কংগ্রেস সরব হবে বলেও জানিয়েছেন রাহুল।
হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে আরও বলা হয়, সৌরবিদ্যুৎ প্রকল্পের জন্য ভারতের সরকারি কর্মকর্তাদের ২ হাজার ২৩৭ কোটি টাকা ঘুষের প্রস্তাব দেওয়ার অভিযোগ উঠেছে আদানির বিরুদ্ধে।
সূত্র জানায়, গৌতম আদানি ও তার ভাতিজা সাগর আদানি দু’জনের বিরুদ্ধেই গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে মার্কিন প্রশাসন। আদানির বিরুদ্ধে অভিযোগ, ভারতের সৌরবিদ্যুৎ প্রকল্প, যা থেকে ২০ বছরের ২০০ কোটি ডলার লাভ করার সম্ভাবনা রয়েছে, সেই প্রকল্পের জন্য সরকারি কর্মকর্তাদের প্রায় ২২৩৭ কোটি ঘুষ দেওয়ার প্রস্তাব করেছিল আদানি গোষ্ঠী।
সম্পাদক ও প্রকাশক : সাইফুল আলম সিদ্দিকী
সম্পাদকীয় ও বার্তা : ৩২১, নবাব সিরাজউদ্দৌলা সড়ক , দিদার মার্কেট, দেওয়ান বাজার, চট্টগ্রাম।
ফোন : +৮৮০২৩৩৩৫৪৪৫৮, মোবাইল : +৮৮০১৮৪২-৭৯৭৩১৫
Copyright © 2023 দৈনিক পূর্বতারা. All rights reserved.