বন্দরনগরী চট্টগ্রামে জাতীয় ও স্থানীয় বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের মাঝে এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। এতে লাল দল ৫-৩ গোলে সবুজ দলের বিরুদ্ধে জয়লাভ করে।
দুই দলের নেতৃত্ব দেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সাবেক দুই ক্রীড়া সম্পাদক দেবাশীষ বড়ুয়া দেবু ও গোলাম মাওলা মুরাদ। খেলা পরিচালনা করেন দৈনিক পূর্বদেশের স্পোর্টস এডিটর সাইফুল্লাহ চৌধুরী।
মঙ্গলবার (১৯ নভেম্বর) রাতে নগরের ফরচুন স্পোর্টস এরেনায় অনুষ্ঠিত ম্যাচে হ্যাটট্রিক করে সেরা খেলোয়াড় নির্বাচিত হয় লাল দলের রনি সাজ্জাদ। খেলায় রনির সঙ্গে গোলাম মাওলা মুরাদ ও সুবল বড়ুয়া একটি করে গোল করেন
অপরদিকে সবুজ দলের সুমন গোস্বামী ও বায়েজিদ ইমন একটি করে গোল করেন।
খেলা শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের (সিএমইউজে) সভাপতি মোহাম্মদ শাহনওয়াজ।
এ সময় তিনি বলেন, শত ব্যস্ততার মাঝেও সাংবাদিকরা নিজেদের ফিটনেস ঠিক রাখার নিমিত্তে এমন সুন্দর প্রীতি ফুটবল ম্যাচ আয়োজন সত্যি প্রশংসনীয়। এমন আনন্দঘন সৌহার্দ্যপূর্ণ আয়োজন অব্যাহত রাখারও তিনি আহ্বাবান জানান।
এ সময় ৭১ টিভির চট্টগ্রাম ব্যুরো প্রধান সাইফুল ইসলাম শিল্পী, ফরচুন স্পোর্টস ফাউন্ডার সাইমুম শাহাদাত, অপেলিয়া বুটিকস ও স্প্ল্যাস ইভেন্ট ম্যানেজম্যান্ট পরিচালক তানভীর হায়দার, সাংবাদিক নাজমুল, জাহাঙ্গীর প্রমুখ উপস্থিত ছিলেন।
লাল দল: গোলাম মাওলা মুরাদ (অধিনায়ক), ফারুক মুনির (গোলকিপার), মাসুমুল ইসলাম, ফরহাদ শিকদার, সুবল বড়ুয়া, রনি সাজ্জাদ, সুমন ও তানভীর।
সবুজ দল: দেবাশীষ বড়ুয়া দেবু (অধিনায়ক), হুমায়ুন মাসুদ (গোলকিপার), সুমন গোস্বামী, আব্দুস সাত্তার, ইকবাল, টিপু, সেলিম ও বায়েজিদ ইমন।
সম্পাদক ও প্রকাশক : সাইফুল আলম সিদ্দিকী
সম্পাদকীয় ও বার্তা : ৩২১, নবাব সিরাজউদ্দৌলা সড়ক , দিদার মার্কেট, দেওয়ান বাজার, চট্টগ্রাম।
ফোন : +৮৮০২৩৩৩৫৪৪৫৮, মোবাইল : +৮৮০১৮৪২-৭৯৭৩১৫
Copyright © 2023 দৈনিক পূর্বতারা. All rights reserved.