ক্যামেরায় বিদ্রোহ’ ক্যাম্পেইনে বাছাই পর্বে সেরা দশের মধ্যে বিজয়ী চট্টগ্রামের আরটিভি সিনিয়র চিত্র সাংবাদিক ইমু খানের হাতে পুরস্কার তুলে দেন জনপ্রিয় সাহিত্যিক আনিসুল হক।
জুলাই–আগস্টে ছাত্র–জনতার আন্দোলনে দেশের সব শ্রেণি–পেশার মানুষ অংশ নিয়েছেন। সেই সময়ের প্রতিটি ঘটনাই গুরুত্বপূর্ণ, যা শুধু পেশাদার সাংবাদিক, আলোকচিত্রীদের ক্যামেরায় নয়; ধরে রাখা আছে অনেক সাধারণ মানুষের কাছে। সেই ছবি, ভিডিও ইতিহাসের অংশ আর সেই মানুষেরা ঐতিহাসিক মুহূর্তের সহযাত্রী। প্রথম আলোর আয়োজনে ‘ক্যামেরায় বিদ্রোহ’ ক্যাম্পেইনের বিজয়ীদের পুরস্কার প্রদান অনুষ্ঠানে উঠে এসেছে এ কথা।
আজ মঙ্গলবার বিকেলে রাজধানীর কারওয়ান বাজারে প্রথম আলো কার্যালয়ে অনুষ্ঠিত হয় পুরস্কার প্রদান অনুষ্ঠান। প্রথম আলোর ২৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ছাত্র-জনতার আন্দোলনের ছবি ও ভিডিও জমা দেওয়ার আহ্বান জানানো হয় এই ক্যাম্পেইন। দেশ–বিদেশের ১ হাজার ৩৯ জন পাঠক অংশ নিয়েছেন এতে।
‘ক্যামেরায় বিদ্রোহ’ প্রতিযোগিতায় ছবি ও ভিডিও পাঠিয়ে পুরস্কারজয়ীরা। সঙ্গে বিচারকেরাও রয়েছেন।
সম্পাদক ও প্রকাশক : সাইফুল আলম সিদ্দিকী
সম্পাদকীয় ও বার্তা : ৩২১, নবাব সিরাজউদ্দৌলা সড়ক , দিদার মার্কেট, দেওয়ান বাজার, চট্টগ্রাম।
ফোন : +৮৮০২৩৩৩৫৪৪৫৮, মোবাইল : +৮৮০১৮৪২-৭৯৭৩১৫
Copyright © 2023 দৈনিক পূর্বতারা. All rights reserved.