বিশ্বমানবতার মুক্তির জন্যে রাসল (দ.)’র শুভাগমন ও জীবনাদর্শ এক মহানেয়ামত – এড. বখতিয়ার

গত বুধবার বাদে মাগরিব হিলভিউ হাউজিং সোসাইটির আল্লামা তৈয়্যব শাহ (রহ.) রোডস্থ (১নং রোড) এ-ব্লকে জামেয়া ভবনের সিরিকোট মসজিদে জশনে ঈদ-এ মিলাদুন্নবী (দ.) উদযাপন ও আনজুমান-এ রহমানিয়া আহমদিয়া সুন্নীয়া ট্রাস্ট’র সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মরহুম আলহাজ্ব মুহাম্মদ মহসিন (রহ.)’র স্মরণ সভা ও শানদার মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। গাউসিয়া কমিটি বাংলাদেশ হিলভিউ শাখা আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে আনজুমান, গাউসিয়া কমিটি ও জামেয়ার মুখপাত্র আলহাজ্ব এড. মোছাহেব উদ্দিন বখতিয়ার বলেন, বিশ্বমানবতার মুক্তির জন্যে ধরাধমে হুজুর রাসুলে করিম (দ.)’র শুভাগমন ছিল এক মহানেয়ামত ও রহমতস্বরূপ। আর এ মহানেয়ামত প্রাপ্তিতে পবিত্র কুরআনে খুশি উদযাপনের যে নির্দেশনা র‍য়েছে গাউসে জামান তৈয়্যব শাহ রাহমতুল্লাহি আলায়হি বাংলার মানুষকে সে অনুযায়ী আমল করে বিশ্বমুসলিম ঐক্যের স্মারক হিসেবেই বর্ণাঢ্য আকারে জশনে জুলুছে ঈদ-এ মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলায়হি ওয়াসাল্লাম উদযাপন করতে নির্দেশ দেন। যা আজ পবিত্র রবিউল আউয়াল মাসের সর্বাপেক্ষা জনপ্রিয় অনুষ্ঠান হিসেবে বিশ্বমুসলিমদের মধ্যে পারস্পরিক আস্থা ও ঐক্যের সম্পর্ক গড়ে দিচ্ছে। তিনি আরো বলেন, আনজুমান ট্রাস্ট’র এসভিপি আলহাজ্ব মুহাম্মদ মহসিন সাহেব আপন পীর-মুরশিদের আদেশকে ধারণ করে জীবনের শেষ নি:শ্বাস পর্যন্ত সিলসিলায়ে আলীয়া কাদেরিয়া, জামেয়া-আনজুমান-গাউসিয়া কমিটি, জশনে জুলুছে ঈদে মিলাদুন্নবী (দ.)সহ সকল স্তরে খেদমতে নিবিষ্ট থেকে ফানাহ-ফিশ-শায়খ’র মকাম হাসিল করেন। তাঁর খেদমত স্বর্ণাক্ষরে লিখিত থাকবে উল্লেখ করে হুজুর কিবলা তাহের শাহ মুদ্দাযিল্লুহুল আলীর পত্র নির্দেশ মোতাবেক তাঁর আদর্শ অনুসরণে তিনি সকলের প্রতি আহবান জানান।

হিলভিউ গাউসিয়া কমিটির সাধারণ সম্পাদক মুহাম্মদ এরশাদ খতিবীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় আনজুমান ট্রাস্ট’র মুখপাত্র আলহাজ্ব এড.মোছাহেব উদ্দিন বখতিয়ার উপরোক্ত আহবান জানান। এতে আলোচনায় অংশ নেন, প্রবীণ আলেমে দ্বীন হযরত মাওলানা ফরিদ আহমদ, সিরিকোট মসজিদের পেশ ইমাম মাওলানা মুহাম্মদ আলমগীর হোসাইন, হযরত হাসসান বিন সাবিত ( রা.) মডেল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ মুনাওয়ার হোসাইন কাদেরী। এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন – ন্যাশনাল কটন মিলের সাবেক এজিএম আলহাজ্ব মুহাম্মদ নূরুল আমিন তালুকদার, চট্টগ্রাম মহানগর গাউসিয়া কমিটির সাবেক সদস্য মুহাম্মদ ইমরুল কায়েস, চিকদাইর শাহাদাত ফজল যুব উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহাম্মদ আলতাফ হোসাইন, বাংলাদেশ বন বিভাগের সাবেক রেঞ্জার নূরে আলম সিদ্দিকী, আলহাজ্ব ইব্রাহিম ইকবাল খতিবী, মুহাম্মদ সাদ্দাম হোসেন, আব্দুস সবুর কন্ট্রাক্টর, কাজী মুহাম্মদ জসিম উদ্দিন, মুহাম্মদ মাসুম আলী প্রমুখ। পরিশেষে, মিলাদ-কেয়াম, আখেরী মুনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।