বাংলাদেশ ফার্নিচার শিল্প মালিক সমিতি চট্টগ্রাম বিভাগের উদ্যেগে ০৬-১১ ফেব্রুয়ারি ৫দিন ব্যাপী ১৩তম চট্টগ্রাম ফার্নিচার মেলা নগরীর জিইসি কনভেনশন হলে মঙ্গলবার শুরু হবে।
রবিবার দুপুরের নগরীর নাসিরাবাদস্থ একটি রেষ্টোরেন্টে আয়োজিত সংবাদ সম্মেলনে এই তথ্য জানান বাংলাদেশ শিল্প ফার্নিচার মালিক সমিতি চট্টগ্রাম বিভাগের সিনিয়র সহ সভাপতি ও মেলা কমিটির আহ্বায়ক মোঃ নুরুল আযম খান।
তিনি জানান, এবারের মেলায় মোট ২৭টি প্রতিষ্ঠান অংশ নিবে। এ মেলায় কো-স্পন্সর ১২টি প্রতিষ্ঠান । সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত দর্শনার্থীরা মেলা পরিদর্শন করতে পারবেন। মেলা উপলক্ষে অংশগ্রহণকারী আসবাবপত্র তৈরি প্রতিষ্ঠানগুলো বিশেষ ছাড় প্রদান করছেন।
তিনি জানান, আগামী ৬ ফেব্রুয়ারি সকাল ১২টায় প্রধান অতিথি হিসেবে এ মেলায় উপস্থিত থেকে মেলা উদ্ভোধন করবেন এফবিসিসিআই এর প্রেসিডেন্ট মাহবুবুল আলম। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন সি.এম.পি কমিশনার ব কৃষ্ণ পদ রায়, বিপিএম (বার), পি.পিএম (বার)।
এ মেলার সার্বিক ব্যবস্থাপনার দায়িত্ব দেয়া হয়েছে চিটাগাং ইভেন্টসকে।
সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন ,বাংলাদেশ শিল্প ফার্নিচার মালিক সমিতি চট্টগ্রাম বিভাগের সভাপতি ছৈয়দ এ এস এম নূরউদ্দীন, সাধারণ সম্পাদক মো: মাকছুদুর রহমান, মেলা কমিটির যুগ্ম আহ্বায়ক আল মো: ইকবাল, সদস্য মোহাম্মদ মহিউদ্দিন চৌধুরী, হাজী মো: জসিম উদ্দিন , মোহাম্মদ ইয়াছিন, সৈয়দুর রহমান আজিজ, মোঃ ওসমান গনি সুমন,
চিটাগাং ইভেন্টস এর চেয়ারম্যান মো: সাহাবুদ্দিন, এম ডি তাসরিনা উদ্দিন, মেলা কমিটির চীফ কো-অডিনেটর ও চিটাগাং ইভেন্টস এর সি.ই.ও মো: মনজুরুল ইসলাম রায়হান, ইভেন্ট এক্সিকিউটিভ মো: রাসেল, মোঃ মেহেদী, ওমর ফারুক, প্রমুখ প্রমুখ।
সম্পাদক ও প্রকাশক : সাইফুল আলম সিদ্দিকী
সম্পাদকীয় ও বার্তা : ৩২১, নবাব সিরাজউদ্দৌলা সড়ক , দিদার মার্কেট, দেওয়ান বাজার, চট্টগ্রাম।
ফোন : +৮৮০২৩৩৩৫৪৪৫৮, মোবাইল : +৮৮০১৮৪২-৭৯৭৩১৫
Copyright © 2023 দৈনিক পূর্বতারা. All rights reserved.