কক্সবাজারের টেকনাফে অস্ত্রধারীদের গুলিতে আব্দুর রহমান (২৭) নামে এক যুবক নিহত হয়েছে। এ ঘটনায় আরও একজন যুবক ছুরিকাঘাতে আহত হয়েছেন।
নিহত যুবক আব্দুর রহমান টেকনাফের হোয়াইক্যং নয়াবাজার পূর্ব সাতঘরিয়া পাড়ার মৃত আব্দুস সালামের ছেলে। ছুরিকাঘাত আহত যুবক মো. সালমান একই গ্রামের কামাল হোসেনের ছেলে।
রবিবার (১৭ নভেম্বর) রাত আনুমানিক সাড়ে ১০ টার দিকে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন নিহত আব্দুর রহমানের বোন নুর ফাতেমা আক্তার।
নুর ফাতেমা আক্তার বলেন, পূর্ব শত্রুতার জেরে গত রবিবার রাত আনুমানিক সাড়ে ১০ টার দিকে আমার ভাই আব্দুর রহমানকে একদল অস্ত্রধারী বাড়ি থেকে আমার ভাইকে ফোন করে ডেকে বের করেন।
পরে তাকে ধরে পার্শ্ববর্তী গ্রামে নিয়ে গুলি চালিয়ে হত্যা করে। এ ঘটনার খবর পেয়ে সালমান নামে আরো এক যুবক তাকে উদ্ধারে গেলে তাকেও ছুরিকাঘাতে আহত করে। তিনি আরও বলেন, যারা আমার ভাইকে হত্যা করেছেন তাদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।
এ বিষয়ে টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন বলেন, গতকাল রাতে হোয়াইক্যং নয়াবাজার থেকে আব্দুর রহমান নামে এক যুবকের মরদেহ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরির পরে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
সম্পাদক ও প্রকাশক : সাইফুল আলম সিদ্দিকী
সম্পাদকীয় ও বার্তা : ৩২১, নবাব সিরাজউদ্দৌলা সড়ক , দিদার মার্কেট, দেওয়ান বাজার, চট্টগ্রাম।
ফোন : +৮৮০২৩৩৩৫৪৪৫৮, মোবাইল : +৮৮০১৮৪২-৭৯৭৩১৫
Copyright © 2023 দৈনিক পূর্বতারা. All rights reserved.