হালিশহর ফ্রেন্ডস ইউনিক সোসাইটি (হাফুস)এর আয়োজনে ও ফিরোজ ব্রাদার্সের পৃষ্টপোষকতায় হালিশহর হাউজিং এস্টেট মাঠে প্রাক্তন মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা ডা: মো: আফছারুল আমীন স্মৃতি লিভো - ইউনিফাইন উন্মুক্ত ব্যাডমিন্টন টুর্নামেন্ট ২০২৪ এর ফাইনাল খেলা পুরস্কার বিতরণ অনুষ্ঠান সংগঠনের সভাপতি ফরিদ আহমেদ বাবুর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র বীর মুক্তিযোদ্ধা মো: রেজাউল করিম চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব মো:আলতাফ হোসেন চৌধুরী বাচ্চু সহসভাপতি বাংলাদেশ আওয়ামী লীগ চট্টগ্রাম মহানগর, মোহাম্মদ হোসেন ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগ চট্টগ্রাম মহানগর, প্রফেসর মো:ইসমাইল কাউন্সিলর ও সভাপতি বাংলাদেশ আওয়ামী লীগ ১১দক্ষিণ কাট্টলী ওয়ার্ড, আওয়ামী লীগ নেতা ও বিশিষ্ট সমাজসেবক এরশাদুল আমীন, ডা: মো: আরিফুল আমীন ফজলুল হাজরা ডিগ্রী কলেজ গভর্নিং বডির সভাপতি,প্রয়াত মন্ত্রী ডা:আফছারুল আমীনের বড় ছেলে ফয়সাল আমিন, আ,ন,ম,ওয়াহিদ দুলাল সহ-সভাপতি বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশন, এবাদুল হক লুলু যুগ্ম সাধারণ সম্পাদক চট্টগ্রাম মহানগর ক্রীড়া সংস্থা,মোহাম্মদ ইলিয়াস কাউন্সিলর ২৬ নং ওয়ার্ড ,মফিজুল ইসলাম, নিজামুদ্দিন ভূঁইয়া সাধারণ সম্পাদক হালিশহর ফ্রেন্ডস ইউনিক সোসাইটি হাফুস, টুর্নামেন্ট পরিচালনা কমিটির সদস্য সচিব রেজাউল করিম ভুট্টোর সঞ্চালনায় ফাইনাল খেলায় দিপবাইকিং, আগরাজ অটোকে ২-১ সেটে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে দীপবাইকিংস হয়ে খেলেছে গৌরব ও তানভীর, অগরাজ অটোতে হয়ে খেলেছে ইন্দোনেশিয়ান খেলোয়াড় গিবরান ও ফাদিল খেলা পরিচালনা করেন আম্পায়ার মোহাম্মদ সাইফুল্লাহ মনির, সার্ভিস জাজ আব্দুল করিম, লাইন জাজ জাহেদা পারভীন, বাবলি আসাম, মোঃ সাহাবুদ্দিন, মোহাম্মদ ফয়েজ। খেলা শেষে প্রধান অতিথি চ্যাম্পিয়ন দলকে প্রাইজ মানি ৫০ হাজার ও রানার আপ দলকে ৩০ হাজার টাকা ও টফি , টিম ম্যানেজার ও খেলোয়ারদের হাতে তুলে দেন। প্রধান অতিথি মাঠ সংস্কারের আশ্বাস দিয়ে বলেন মাঠে খেলাধুলা হলেই সুন্দর সমাজ গড়ে উঠবে।
সম্পাদক ও প্রকাশক : সাইফুল আলম সিদ্দিকী
সম্পাদকীয় ও বার্তা : ৩২১, নবাব সিরাজউদ্দৌলা সড়ক , দিদার মার্কেট, দেওয়ান বাজার, চট্টগ্রাম।
ফোন : +৮৮০২৩৩৩৫৪৪৫৮, মোবাইল : +৮৮০১৮৪২-৭৯৭৩১৫
Copyright © 2023 দৈনিক পূর্বতারা. All rights reserved.