২০০৬ সালের ফেব্রুয়ারীর ২০ তারিখে রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মুক্তি পেয়েছিল দেশের প্রথম ডিজিটাল প্রযুক্তিতে নির্মিত চলচ্চিত্র ‘বালুঘড়ি - দ্য স্যান্ড ক্লক’। রাজীবুল হোসেনের পরিচালনায় অ্যান্টি-ন্যারেটিভ শৈলীতে নির্মিত সিনেমাটি দেশের চলচ্চিত্র অঙ্গনে নতুন দিগন্ত উন্মোচন করে। এবার এটি দর্শকদের জন্য ওটিটি প্ল্যাটফর্মে উন্মুক্ত হতে যাচ্ছে।
চলচ্চিত্রটিতে অভিনয় করেছেন, কায়েস চৌধুরী, রশিদ হারুন, ওয়াহিদা মালিক, ফারহানা মিলি, মনোজ কুমার প্রামাণিক এবং রুনা খানসহ আরও অনেকে।
এদিকে ‘বালুঘড়ি - দ্য স্যান্ড ক্লক’ চলচ্চিত্রটির নির্মাতা রাজীবুল হোসেন সিনেমাটির ওটিটিতে মুক্তির বিষয়টি নিশ্চিত করেছেন। তবে কবে, কোথায় মুক্তি পাবে সে বিষয়ে নিশ্চত হওয়া যায়নি।
এই চলচ্চিত্রটি নির্মাতা তার চিন্তার গভীরতা ও গল্পকথার মাধ্যমে দর্শকদের তাদের জীবনের নতুন নতুন প্রশ্নের সম্মুক্ষীণ করবে।
সম্পাদক ও প্রকাশক : সাইফুল আলম সিদ্দিকী
সম্পাদকীয় ও বার্তা : ৩২১, নবাব সিরাজউদ্দৌলা সড়ক , দিদার মার্কেট, দেওয়ান বাজার, চট্টগ্রাম।
ফোন : +৮৮০২৩৩৩৫৪৪৫৮, মোবাইল : +৮৮০১৮৪২-৭৯৭৩১৫
Copyright © 2023 দৈনিক পূর্বতারা. All rights reserved.