জাতীয় সংসদে নিজ দলের বিরুদ্ধে ভোট দেওয়া সংক্রান্ত সংবিধানের ৭০ অনুচ্ছেদ বাতিল চেয়েছে জামায়াতে ইসলামি। সংবিধানের পঞ্চদশ সংশোধনী বাতিলের রুলের শুনানিতে এ বিষয়ে আইনি যুক্তি দিয়েছেন দলটির আইনজীবী শিশির মনির।
বৃহস্পতিবার বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চে সংবিধানের পঞ্চদশ সংশোধনী বাতিলের শুনানিতে এসব কথা বলেন জামায়াতের আইনজীবী। এছাড়া তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনার ওপর যুক্তি তুলে ধরা হয়।
পঞ্চদশ সংশোধনীতে তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে আওয়ামী লীগ কর্তৃত্ববাদী ও একনায়কতন্ত্র কায়েম করে বলে আদালতে শুনানিতে বলা হয়। জামাতের আইনজীবী শিশির মনির এ বিষয়ে ষষ্ঠ দিনের শুনানিতে অংশ নিয়ে এসব আইনি ব্যাখ্যা তুলে ধরেন।
শিশির মনির বলেন, ‘দুর্নীতি দমন কমিশন এমনকি বিচার বিভাগকেও কিছু কিছু ক্ষেত্রে ধ্বংস করা হয়েছে। এজন্য পঞ্চদশ সংশোধনী বাংলাদেশের সংবিধানের যে মৌলিক ভিত্তি আছে এর সঙ্গে পরিপূর্ণভাবে সাংঘর্ষিক।’
২০১১ সালে সংবিধানের পঞ্চদশ সংশোধনী আনে তৎকালীন আওয়ামী লীগ সরকার।
সম্পাদক ও প্রকাশক : সাইফুল আলম সিদ্দিকী
সম্পাদকীয় ও বার্তা : ৩২১, নবাব সিরাজউদ্দৌলা সড়ক , দিদার মার্কেট, দেওয়ান বাজার, চট্টগ্রাম।
ফোন : +৮৮০২৩৩৩৫৪৪৫৮, মোবাইল : +৮৮০১৮৪২-৭৯৭৩১৫
Copyright © 2023 দৈনিক পূর্বতারা. All rights reserved.