চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেনের সাথে ভারতীয় সহকারী হাইকমিশনার ডা. রাজীব রঞ্জন সৌজন্য সাক্ষাৎ করেছেন।
বুধবার টাইগারপাসস্থ চসিক কার্যালয়ে সাক্ষাৎকালে চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন চট্টগ্রামের উন্নয়নে তাঁর পরিকল্পনা তুলে ধরেন। মেয়র বলেন, আমি নিজে পেশাজীবনে চিকিৎসক হওয়ায় চট্টগ্রামকে হেলদি সিটি হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে বিশেষ মনোযোগ দিচ্ছি। আমি স্বাস্থ্য বিভাগকে ঢেলে সাজানোর চেষ্টা করছি এবং পরিচ্ছন্ন কার্যক্রমকে বেগবান করার চেষ্টা করছি। প্রতিটি ওয়ার্ডে ওয়ার্ডে গিয়ে জনগণের সাথে মতবিনিময় করে তাদের সমস্যাগুলো বুঝে সমাধানের চেষ্টা করছি। বর্তমানে ডেঙ্গুর সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় মেমন হাসপাতালে ডেঙ্গু ম্যানেজমেন্ট সেল চালু করেছি এবং বিনামূল্যে ডেঙ্গু পরীক্ষার সেবা দিচ্ছি। আমার স্বপ্ন আমি জনগণকে সাথে নিয়ে ক্লিন, গ্রীন, হেলদি চট্টগ্রাম গড়ব।
জবাবে চট্টগ্রামের মেয়র নির্বাচিত হওয়ায় ডা. শাহাদাত হোসেনকে শুভেচ্ছা জানান সহকারী হাইকমিশনার ডা. রাজীব রঞ্জন। মেয়রের সাফল্য কামনা করে সহকারী হাইকমিশনার ডা. রাজীব রঞ্জন ভবিষ্যতে বাংলাদেশ-ভারতের সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের ধারা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
সভায় উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সচিব মো. আশরাফুল আমিন, মেয়রের একান্ত সচিব মো. জিল্লুর রহমান, সহকারী একান্ত মারুফুল হক চৌধুরী।
সম্পাদক ও প্রকাশক : সাইফুল আলম সিদ্দিকী
সম্পাদকীয় ও বার্তা : ৩২১, নবাব সিরাজউদ্দৌলা সড়ক , দিদার মার্কেট, দেওয়ান বাজার, চট্টগ্রাম।
ফোন : +৮৮০২৩৩৩৫৪৪৫৮, মোবাইল : +৮৮০১৮৪২-৭৯৭৩১৫
Copyright © 2023 দৈনিক পূর্বতারা. All rights reserved.