বান্দরবানের আলীকদমের দুর্গম সীমান্ত এলাকা কুরুকপাতা ইউনিয়নের পৌয়ামুহুরী দিয়ে মিয়ানমারের ৮৪ রোহিঙ্গা নাগরিককে পুশব্যাক করা হয়েছে। সোমবার (১১ নভেম্বর) রাতেই তাদের পুশব্যাক করেন বাংলাদেশ বর্ডার গার্ডের (বিজিবি) সদস্যরা।
বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) আলীকদম ৫৭ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. আকিব জাবেদ বিষয়টি নিশ্চিত করে বলেন, অবৈধভাবে মিয়ানমার থেকে বাংলাদেশে প্রবেশের দায়ে বান্দরবানের আলীকদম উপজেলার বিভিন্নস্থান থেকে সোমবার এক দিনেই ৮৪ জন রোহিঙ্গা নাগরিককে আটক করা হয়।
তিনি বলেন, পরে তাদের যাচাইবাছাই শেষে আবার রাতেই আলীকদমের কুরুকপাতা ইউনিয়নের পৌয়ামুহুরী সীমান্ত দিয়ে মিয়ানমারে পুশব্যাক করা হয়।
প্রসঙ্গত, মিয়ানমারের রাখাইন রাজ্যে সংঘাতময় পরিস্থিতির কারণে বিভিন্ন দালাল চক্রের মাধ্যমে টাকার বিনিময়ে আলীকদমের দুর্গম কুরুকপাতা সীমান্ত দিয়ে এই রোহিঙ্গারা সোমবার বাংলাদেশে অনুপ্রবেশ করে। পরে গোপন সূত্রে সংবাদ পেয়ে নিরাপত্তা বাহিনীর সদস্যরা মিয়ানমারের ৮৪ নাগরিককে আলীকদম উপজেলার বিভিন্ন এলাকা থেকে আটক করে। আটকদের মধ্যে ৩১ জন শিশু রয়েছে।
সম্পাদক ও প্রকাশক : সাইফুল আলম সিদ্দিকী
সম্পাদকীয় ও বার্তা : ৩২১, নবাব সিরাজউদ্দৌলা সড়ক , দিদার মার্কেট, দেওয়ান বাজার, চট্টগ্রাম।
ফোন : +৮৮০২৩৩৩৫৪৪৫৮, মোবাইল : +৮৮০১৮৪২-৭৯৭৩১৫
Copyright © 2023 দৈনিক পূর্বতারা. All rights reserved.